ভূমধ্যসাগরে জাহাজ ডুবে ৫৫ অভিবাসীর মৃত্যু

Home Page » বিশ্ব » ভূমধ্যসাগরে জাহাজ ডুবে ৫৫ অভিবাসীর মৃত্যু
শনিবার, ১২ অক্টোবর ২০১৩



malta-bg20131011231454.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ভূমধ্যসাগরে অভিবাসী জাহাজ ডুবিতে কমপক্ষে ৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মাল্টা ও ইতালির ল্যাম্পেদুসার মধ্যবর্তী স্থানে এবং মিশরের আলেজান্দ্রিয়া বন্দরের কাছে দুটি পৃথক দুর্ঘটনায় এ প্রাণহানি হয়। মাল্টা ও ইতালির ল্যাম্পেদুসার মধ্যবর্তী স্থানে জাহাজ ডুবিতে প্রায় ৩৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। জাহাজটিতে প্রায় ২৫০ জন অভিবাসী ছিলো। এই নিয়ে এই মাসে ইতালিতে দ্বিতীয়বারের মতো জাহাজ ডুবির ঘটনা ঘটলো। ইতালির সংবাদ সংস্থা এএনএসএ জানিয়েছে, মৃতদের মধ্যে ১০ জন শিশুও রয়েছে। ল্যাম্পেদুসার ১০০ কিলোমিটার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। মাল্টার নৌ বাহিনী জানিয়েছে, তাদের একটি জাহাজ এখন পর্যন্ত ১৫০ জনকে উদ্ধার করেছে। আর ইতালির নৌ বাহিনীর জাহাজ ৫৬ জন অভিবাসীকে উদ্ধার করেছে। গুরুতর আহতদের হেলিকপ্টারে করে ল্যাম্পেদুসায় নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টার দিকে মাল্টার সামরিক বাহিনীর বিমান প্রথমে দুর্ঘটনা কবলিত জাহাজটি দেখতে পায়। মাল্টার কর্তৃপক্ষই মূল উদ্ধার তৎপরতা পরিচালনা করছে। মাল্টার প্রধানমন্ত্রী জোশেফ মুসকাট রাজধানী ভ্যালেত্তায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, জাহাজডুবিতে কমপক্ষে ২৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।’ এ মাসের শুরুতে সিসিলির দক্ষিণপশ্চিমে ল্যাম্পেদুসায় একটি জাহাজ ডুবির ঘটনায় কমপক্ষে ৩৩৯ জনের মৃত্যু হয়। জাহাজটির বেশিরভাগ অভিবাসীই ছিলো আফ্রিকার ইরিত্রিয়া ও সোমালিয়ার অধিবাসী। এদিকে এক বিবৃতিতে মাল্টার প্রেসিডেন্ট মুসকাট এ সমস্যা নিরসনে ইউরোপকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। তিনি বলেন, ‘এটা ইউরোপের সমস্যা। শুধুমাত্র ইতালি বা মাল্টার সমস্যা নয়।’ এদিকে গত সপ্তাহে জাহাজ ডুবির পরেই ইতালি ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছিলো। জাতিসংঘের দেওয়া এক তথ্যানুসারে, এ বছর ৩২ হাজার অভিবাসী দক্ষিণ ইতালি ও মাল্টায় পোঁছেছে। এদিকে শুক্রবার মিশরের আলেজান্দ্রিয়া বন্দরের কাছে আরেকটি জাহাজ ডুবির ঘটনায় কমপক্ষে ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ১১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা এখনও উদ্ধার তৎপরতা চালাচ্ছে। উদ্ধারকৃতরা বেশিরভাগই ফিলিস্তিন ও সিরিয়ার নাগরিক। তাদেরকে কাছাকাছি একটি নৌ ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। আলেজান্দ্রিয়ার নিরাপত্তা প্রধান আমিন এজ্জেদ্দিন সংবাদমাধ্যম বিবিসিকে জানান, উদ্ধারকৃতদের মধ্যে সিরিয়ার ৪০ জন, ফিলিস্তিনের ৭২ জন ও মিশরের চার জন নাগরিক রয়েছেন। তাদের প্রাথমিকভাবে আলেজান্দ্রিয়ার রাস আল-তিনের একটি নৌ ঘাঁটি ও সেখান থেকে পুলিশ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৩:০২   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ