৪ জেলায় রোববার অর্ধদিবস হরতাল

Home Page » সংবাদ শিরোনাম » ৪ জেলায় রোববার অর্ধদিবস হরতাল
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৩



download7.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ চুয়াডাঙায় শিবির-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রফিকুল ইসলাম (২২) নামে এক ছাত্রশিবির কর্মী নিহতের ঘটনায় রোববার চুয়াডাঙাসহ ৪ জেলায় অর্ধদিবস হরতালের ডাক দেওয়া হয়েছে।জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি রুহুল আমিন বিকেল সাড়ে ৫টায় রোববারের হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্রশিবির কর্মী নিহতের প্রতিবাদে রোববার (১৩ অক্টোবর) চুয়াডাঙা, ঝিনাইদহ, মেহেরপুর ও কুষ্টিয়া জেলায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল আহ্বান করা হয়েছে।

শিবির-পুলিশ সংঘর্ষে আবদুল্লাহ নামে এক শিবির কর্মীসহ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে আরও দু’জন।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরে ছাত্রশিবির মিছিল বের করলে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম চুয়াডাঙা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। ঘটনার পর ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শিবির কর্মীরা বিকেল ৩টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা রেলবাজার এলাকা একটি মিছিল বের করে। মিছিলটি কিছুদূর যাওয়ার পর এতে বাধা দেয় পুলিশ। এ সময় শিবির কর্মীরা হামলা চালিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে পুলিশ আত্মরক্ষার্থে মিছিলে গুলি বর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলেই আবদুল্লাহ নামে এক শিবির কর্মি নিহত হয়। গুরুতর আহত হয় আরও একজন।

এদিকে ঘটনার পরপরই বিপুল সংখ্যক পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। সেখানে কোনো গণমাধ্যম কর্মীদেরকেও যেতে দেওয়া হচ্ছে না।

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন ও পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী।

পুলিশ সুপার জানান, শিবিরের কর্মীরা দর্শনায় একটি পূজা মণ্ডপে হামলা চালিয়ে ভাঙচুরের চেষ্টার সময় পুলিশ তা প্রতিরোধের চেষ্টা করে। এ সময় শিবির কর্মীরা পুলিশের ওপর হামলা চালালে পুলিশ গুলি বর্ষণ শুরু করে। ঘটনার সময় পুলিশ ১৫ রাউন্ড গুলি বর্ষণ করেছে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। যে পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীকে সর্তক রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২৮:২৩   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ