ওয়েটলিং নিজেকে ভাগ্যবান মনে করেন

Home Page » ক্রিকেট » ওয়েটলিং নিজেকে ভাগ্যবান মনে করেন
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৩



press-meet-nz-120131010080907.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের সুচনা ‍খুবই ভালো ভাবেই করেছিল টাইগাররা। দিনের সপ্তম বলে খাটো বল হাঁকাতে গিয়ে মুমিনুলের বলে মুশফিকের হাতে আটকা পড়ে কিউই ব্যাটসম্যান ব্রুস মার্টিন। দিনের দশম বলে কোরে অ্যান্ডারসনকে সাজ ঘরে পাঠায় আবদুর রাজ্জাক। কিন্তু এরপর মাঠে নামেন কিউই ব্যাটসম্যান ব্রেডলি জন ওয়েটলিং। ব্যক্তিগত সংগ্রহের চার রানে মাথায় রুবেলের বলে রাজ্জাকের হাতে ধরা পড়ে কিউই এই ব্যাটসম্যান। কিন্তু বলটি নো বল হয়। পরে তার হাত ধরেই কিউইরা গড়ে তুলে রানের পাহাড়। দ্বিতীয় দিনের খেলা শেষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বলেন, ‘বলটি নো বল হওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করছি। এটার কারণে বড় একটি ইনিংস খেলা সম্ভব হয়েছে।’
১৫ টেস্ট ক্যারিয়ারের ওয়াটলিং এ ম্যাচে হাঁকিয়েছেন টেস্টের দ্বিতীয় সেঞ্চুরী। ছয়টি চার এবং দুটি ছক্কা দিয়ে সাজানো ১০৩ রানের ইনিংস তার ক্যারিয়ারের সেরা ইনিংসও। ওয়াটলিং বলেন, ‘সব বল না খেলে বাজে বলের অপেক্ষায় ছিলাম। বিগ শট না নিয়ে দু’ এক রান নেওয়ার চেষ্টা করেছি। যখন বাজে বল পেয়েছি, তখনই খেলেছি।’নিজেদের মনমতো উইকেট ও পরিকল্পনা মতো খেলতে পেরে পুরোপুরি সন্তুষ্ট কিউই এ ব্যাটসম্যান। চট্টগ্রামের উইকেট এখনো পর্যন্ত অপ্রত্যাশিত কোন আচরণ করেনি স্পিনে ভীত কিউইদের সঙ্গে। ওয়াটলিং বলেন, ‘পরিকল্পনা মতো প্রথম ইনিংস শেষ করেছি। এছাড়া উইকেটও খুব ভাল। আশা থাকবে পুরো ম্যাচে উইকেটের এ আচরণ অব্যাহত থাকবে।’ দলীয় ২৮২ রানে ৭ উইকেট হারান কিউইরা। ৮ম উইকেটে ব্রেসওয়েলের সাথে ৫৭ এবং দশম উইকেটে বোল্টের সাথে ১২৭ রানের জুটি নিয়ে দলের হাল ধরেন কিউই ব্যাটসম্যান ওয়াটলিং।
বলেন, ‘সকালের সেশন দ্রুত উইকেট চলে যাওয়ার পর পরিকল্পনা ছিল দেখে শুনে খেলব। অপর পাটর্নারদেরও একই কথা বলেছিলাম। আমরা চাপমুক্ত ভাবে খেলেছি বলে শেষের দিকে দু’টি সফল পার্টনারশিপ গড়ে তোলা সম্ভব হয়েছে।’

আগামীকালের পরিকল্পনা নিয়ে ওয়াটলিং বলেন, ‘দ্রুত উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের চাপে ফেলে ম্যাচের লাগাম নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবো আমরা। তবে সবার আগে মুমিনুলকে ফেরানোর চিন্তাই থাকবে বেশি।’

বাংলাদেশ সময়: ২১:০৬:৪৪   ৩৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ