সব গানের সুর ও সংগীতায়োজন করেছি : তপু

Home Page » ফিচার » সব গানের সুর ও সংগীতায়োজন করেছি : তপু
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৩



topu-0220131010055549.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ এক পায়ে নূপুর আমার অন্য পা খালি- গানটি দিয়ে সঙ্গীতজগতে খুব অল্প সময়ে শ্রোতাদের মণিকোঠায় জায়গা করে নেন কন্ঠশিল্পী রাশেদ উদ্দিন আহমেদ তপু। বর্তমানে তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। ২০০৮, ২০১০ এবং সর্বশেষ ২০১৩। এ বছরগুলো কন্ঠশিল্পী তপুর জন্য স্মরণীয় বছর। কারণ এ বছরগুলোতে ভিন্ন আঙ্গিকে নিজের একক অ্যালবামগুলো শ্রোতাদের হাতে তুলে দিয়েছেন। প্রথম একক ছিল বন্ধু ভাবো কি, এরপর সে কে এবং সর্বশেষ এ বছরের ৯ অক্টোবর নিজের তৃতীয় একক ‘আর তোমাকে’ অ্যালবামটি বাজারে আসলো। তপু’র অ্যালবামের নামের ক্ষেত্রে একটু আলাদা স্বাদ পাওয়া যায়। এর রহস্য জানতে চাইলে উত্তরে তপু বঙ্গনিউজকে বলেন, ব্যতিক্রম নাম বলেই তো প্রশ্ন থাকে সবার মনে। শ্রোতারাও শুনতে চায়, জানতে চায় এ নামের অর্থ। মূলত অ্যালবামের গানের কথাগুলো থেকেই অ্যালবামের নাম নির্বাচন করি।
জি-সিরিজ থেকে প্রকাশিত নতুন এ অ্যালবামে তপুর কন্ঠে গান রয়েছে মোট ৯টি। গানগুলোর শিরোনাম আর তোমাকে, এখানে এভাবে, যদি এমন হতো, ফিরে আয়, এভাবে না, স্বার্থপর, একই শব্দ বাজে, ঝলসানো মুখ, এই কি বেশি না-২।
এরমধ্যে ৮টি গানের সুর ও সংগীত তপুর নিজের এবং অ্যাসিডদগ্ধদের নিয়ে ‘ঝিম ধরা মনে চিকচিকে আঁধার..ঝলসানো মুখ’ শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। অ্যালবামের নামের প্রসঙ্গ শেষে ফিরে আসলাম নতুন অ্যালবামের গান নিয়ে। এবারের গানুগলোতে কেমন বৈচিত্র্য আছে জানতে চাইলে তপু জানালেন, প্রথমে বলতে চাই আমার এ অ্যালবামটির অনেক কাজ আমি নিজে শিখে করেছি। যেমন রেকর্ডিং সফটওয়্যার চালানো থেকে শুরু করে সব গানের সুর ও সংগীতায়োজন করেছি। আর এবারের গানের কথায় ওঠে এসেছে সামাজিক সচেতনতামূলক বক্তব্য। পাশাপাশি মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট ছিল এ্যাকুস্টিক, তবে ইলেকট্রনিক সাউন্ড ব্যবহার করিনি। আগের অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তপু একা থাকলেও এবার তার সঙ্গে ছিল নিজের জীবনসঙ্গী নাজিবা সেলিম। তাই এবারের আনন্দটাও ছিল ব্যতিক্রম। গত বছরের ২৪ আগস্ট তপু বিয়ের পিঁড়িতে বসেন। নাজিবা নিজেও তপুর গানের ভক্ত। অ্যালবাম প্রকাশের পর তপু শিগগিরই শ্রোতাদের জন্য অ্যালবামের দুটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করবেন। গানগুলো হলো ‘আর তোমাকে’ ও ‘এভাবে না’। সবশেষে শ্রোতাদের উদ্দেশ্যে তপু বলেন, আমার গান যারা পছন্দ করেন এবং ভালোবাসেন তাদের জন্যই গান করছি। তবে মূল সমস্যাট হচ্ছে গান প্রকাশ করা বা বিক্রি করার প্রক্রিয়া নিয়ে। এটা ঠিক করতে পারলেই দেখা যাবে অনেক কিছু ঠিক হয়ে গেছে। পাশাপাশি শ্রোতাদেরও সহযোগিতা দরকার।

বাংলাদেশ সময়: ২০:৫৪:০৮   ১০৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ