বাড়ী ফেরা মানুষের উপচে পড়া ভিড়

Home Page » জাতীয় » বাড়ী ফেরা মানুষের উপচে পড়া ভিড়
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৩



g.jpegবঙ্গ-নিউজ ডটকমঃ ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে গাবতলী বাসটার্মিনালে। বৃহস্পতিবার সকাল থেকে ঈদে বিশেষ ট্রিপ শুরু করেছে দেশের উত্তর ও দক্ষিণ বঙ্গের পরিবহণগুলো।  এদিন সকাল থেকেই যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে ঘরে ফেরা যাত্রীদের পড়তে হচ্ছে চরম সিডিউল জটে। প্রায় প্রতিটি পরিবহণই এক থেকে দেড় ঘণ্টা দেরিতে ছাড়ছে কাউন্টার থেকে। ভোগান্তি উপেক্ষা করেও যাত্রীদের ভিড় ক্রমেই বাড়ছে। দুপুরের পর থেকে এ ভিড় আরোও বেড়ে যায়। বৃহস্পতিবার অনেকেই অফিস করেই বিকেলেই নারীর টানে ফেরা শুরু করেছেন। রাজধানী ফাঁকা হতে শুরু করেছে। ঈদের বাকী আর মাত্র ৫ দিন। তাই প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কর্মমুখর ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী। অনেকেই বাসের টিকেট না পেয়ে লোকাল গাড়িতে ঠাসাঠাসি করে যাত্রা শুরু করেছেন। আবার কেউ কেউ ট্রাক ও হিউম্যান হলারে করে রওয়ানা দিয়েছেন। কোন ভোগান্তিই যেন দমাতে পারছে না ঘরমুখো মানষের। দিনাজপুরগামী যাত্রী মো. হাফিজুর রহমান বঙ্গনিউজকে জানান, আমার টিকেট ছিলো সাড়ে ১১ টায় এখন দুইটা বাজতে চলছে অথচ এখনও গাড়ি টার্মিনালে এসে পৌঁছাইনি। জানি না কখন গাড়ি আসবে আর কখনই বা ছাড়বে।
এদিকে সিডিউল বিপর্যয়ের কারণ জানতে চাইলে সোহাগ পরিবহণের গাবতলী শাখার কাউন্টার ম্যানেজার মন্টু বিশ্বাস বঙ্গনিউজকে বলেন, আমাদের গাড়ি টার্মিনালের পৌঁছাতে অনেক লেট হচ্ছে- তাই যাত্রীদের একটু ভোগান্তিতে পড়তে হচ্ছে। তিনি বলেন, দিনাজপুর, রংপুর বা অন্যান্য জেলা থেকে যে গাড়ি আসছে তা পথে গরুর ট্রাকের কারণে দীর্ঘ যানজটে পড়তে হচ্ছে। ঈদের আগের দিন পর্যন্ত কম বেশী প্রায় সবগুলো গাড়িই এক দুই ঘণ্টা লেট করে ছাড়বে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০:৩৫:০০   ৩৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ