আটকে পড়া হজযাত্রীদের নিয়ে উদ্যোগ নেই সরকারের

Home Page » প্রথমপাতা » আটকে পড়া হজযাত্রীদের নিয়ে উদ্যোগ নেই সরকারের
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৩



images8.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার ও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। টাকা জমা দিয়েও যেতে না পারায় বিভিন্ন হজ এসেন্সির প্রায় তিনশ’ হজযাত্রী বুধবার আশকোনায় বিমানবন্দর সড়ক অবরোধ করে। বৃহস্পতিবার ভোরে হজ ফ্লাইট শেষ হওয়ায় হজে যেতে না পারা হজযাত্রীরা আশকোনায় হাজি ক্যাম্পে অবস্থান করছিলেন। যোগাযোগ করা হলে বিমান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব (অতিরিক্ত সচিব) আবু হেনা রহমতুল্লাহ মনিম বলেন, হজযাত্রীরা যেতে পারবেন কিনা তার সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার ধর্ম মন্ত্রণালয়ের। কারণ হজ এজেন্সিগুলো ধর্ম মন্ত্রণালয়ের অধীনে। এর সঙ্গে কোন ট্রাভেল এজেন্সি জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে ধর্ম মন্ত্রণালয় এবং হাব।
ধর্ম মন্ত্রণালয়ের সচিবও হজ করতে মক্কা গেছেন। তিন দিন আগে গেছেন হাজি ক্যাম্পের পরিচালকও। বৃহস্পতিবার বিকেলে কথা বলার জন্য ধর্ম মন্ত্রণালয়ে যোগাযোগ করে কোন উর্ধ্বতন কর্মকর্তাকে পাওয়া যায়নি। তবে হাবের জৈষ্ঠ্য সহ-সভাপতি আব্দুল কবির খান বিকেলে বঙ্গনিউজকে বলেন, কিছু অসাধু, মধ্যসত্বভোগীর কারণে এবার প্রায় তিনশ’ হজযাত্রী হজে যেতে পারেনি।
২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত ৪০২টি এজেন্সি লাইসেন্স পেলেও নতুন লাইসেন্স পাওয়া ৮৫০টি এজেন্সির ভুলত্রুটির কারণে এত বেশি লোক হজে যেতে পারছেন না বলে দাবি করেন আব্দুল কবির। হাবকে সম্পৃক্ত করে সরকারের কাছে এসব এজেন্সির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি করে আব্দুল কবির বলেন, এজেন্সির সদস্য পদ বাতিল করে দেওয়া হবে।
হাবের হিসেব মতে, এবার সরকারি ব্যবস্থাপনায় এক হাজার ৫৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭ হাজার ৪৮৭ জন বাংলাদেশির হজ পালনের জন্য মক্কায় যাওয়ার কথা ছিল। মক্কায় বাংলাদেশ হজ মিশনের তথ্য দিয়ে তিনি জানান, বুধবার মধ্যরাত ১২টা পর্যন্ত মোট ৮৭ হাজার ৮৮৭ জন (গাইডসহ) সৌদি পৌঁছেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এক হাজার ৬০১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮৬ হাজার ২৮৬ জন। এরপর আরো ৩/৪টি ফ্লাইট ছেড়েছে। বৃহস্পতিবার ভোরে ছিল শেষ ফ্লাইট। আর মক্কায় বাংলাদেশ হজ মিশনের তথ্যমতে, হজে যেতে পারেনি দুই হাজার ১১৫ জন। চলতি বছর গাইডসহ মোট ৯০ হাজার ২ জন বাংলাদেশির পবিত্র হজ পালনের কথা রয়েছে। আগামী শনিবার থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে নির্ধারিত ফ্লাইটে সব হাজি সৌদিতে না পৌঁছানোর বিষয়ে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল (হজ) মোহাম্মদ আসাদুজ্জামান বঙ্গনিউজকে জানিয়েছিলেন, বৃহস্পতি ও শুক্রবার নিয়মিত ফ্লাইটেও হাজিরা সৌদি আরব আসবেন। হজ এজেন্সির কারণে যারা ভিসা পাননি তারা ছাড়া সবাই আসবেন।
তবে ওই সময় পর্যন্ত কতজন বাংলাদেশিকে ভিসা দেওয়া হয়েছে তা জানাতে পারেনি মক্কায় বাংলাদেশ হজ মিশন। হজ মিশন জানিয়েছে, এ পর্যন্ত ২৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

কতজন হাজযাত্রী যেতে পারেনি তা জানাতে পারেনি আশকোনা হাজি ক্যাম্প।

হাজি ক্যাম্পের সহকারী হজ কর্মকর্তা আব্দুল মালেক বঙ্গনিউজকে বলেন, গ্রুপ লিডার, দালালদের খপ্পরে পড়ে কিছু মানুষ প্রতারিত হয়েছে। তবে হজ যাত্রীদের সচেতনতায় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে বলে দাবি করেন আব্দুল মালেক।

হাজি ক্যাম্পের তথ্যমতে, এবার ৮৭ হাজার ২১৩ জন হজের জন্য ভিসা পেয়েছেন। মোয়াল্লেম, গাইডসহ সর্বমোট ৮৭ হাজার ৮৫৪ জন ঢাকা ছেড়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন এক হাজার ৫৯৯ জন।

বৃহস্পতিবার ভোরে সর্বশেষ সৌদিয়ার এক ফ্লাইট ঢাকা ছেড়েছে। বিমানের শেষ ফ্লাইট ছিল মঙ্গলবার দুপুর পৌনে একটায়। একই ফ্লাইটে হজ করতে গেছেন হজ ক্যাম্পের পরিচালক।

বাংলাদেশ সময়: ২০:০১:০৫   ৩৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ