ঢাক-গুড়গুড়, ঢাক-গুড়গুড—শারদীয় দুর্গা পূজার বাদ্য বাজে

Home Page » বিনোদন » ঢাক-গুড়গুড়, ঢাক-গুড়গুড—শারদীয় দুর্গা পূজার বাদ্য বাজে
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৩




images7.jpgবঙ্গ-নিউজ ডটকম:বাপ্পা মজুমদার।
দুর্গাপূজাটা আসলে ধর্ম-বর্ণনির্বিশেষে সর্বজনীন উৎসব, যা সবাই মিলে উপভোগ করতে হয়। এমনটাই হয়ে এসেছে আমাদের সময় থেকে, এমনটাই আসলে হওয়া উচিত। পূজা তো সব সময়ই মজার, উপভোগের—কি ছেলেবেলা, কি বড়বেলা। আমরা যত বড় হই, শৈশব স্মৃতি ততটাই প্রকট হয়ে ধরা দেয় মনে।মনে পড়ছে সেই ধুতি-পাঞ্জাবি পরিহিত সংগীতসাধক বাবার (বারীন মজুমদার) মুখ, আর লালপেড়ে সাদা শাড়িতে মায়ের (ইলা মজুমদার) মমতামাখা হাসি। যদিও বাড়িতে ঠিক সেভাবে বড় করে পূজার আয়োজন হতে আমি দেখিনি, তবু বাড়িতে তখন একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করত। মায়ের হাতের নাড়ু আর লুচি-তরকারি-মুগের ডাল ছিল এককথায় অসাধারণ। সেই নাড়ু আর লুচির লোভে আমার বন্ধুরা সব আমাদের বাড়িতে আসত। মা পরম মমতায় সবাইকে কাছে বসিয়ে আদর-আপ্যায়ন করতেন, নিজ হাতে বেড়ে খাওয়াতেন। ছোটবেলায় বাবা-মায়ের হাত ধরে পূজা দেখতে বের হতাম।একটু যখন বড় হলাম, তখন বন্ধুরা সব দল বেঁধে পায়ে হেঁটে মালিবাগ থেকে রমনা কালীমন্দির, জগন্নাথ হল, ঢাকেশ্বরী মন্দির, পুরান ঢাকার শাঁখারীবাজারে চলে যেতাম। ভিড় ঠেলে ঘেমে-নেয়ে উঠেও বন্ধুরা মিলে পূজা দেখার অন্য রকম এক মজা ছিল তখন। মণ্ডপে মণ্ডপে ঢাক বাজত। আহ্, সেই ধূপের গন্ধ আজও যেন নাকে লেগে আছে! এভাবে সারা রাত হেঁটে হেঁটে পূজা দেখা শেষে, শেষ রাতের ঘুমন্ত ঢাকার সোডিয়াম বাতিকে সাথি করে আবার সেই আগের মতোই পায়ে হেঁটে বাসায় ফিরতাম। কণ্ঠে থাকত গান। তবে এই যে এতটা হাঁটতাম, সত্যি বলতে কি, একটুও ক্লান্তিবোধ হতো না, বরং খুব আনন্দই লাগত। আপনি যখন কোনো কিছু মন থেকে ভালোবেসে মজা নিয়ে করেন, তখন সে কাজ যতই কষ্টের হোক না কেন, আপনি ক্লান্ত হবেন না—এটা আমার বিশ্বাস।পূজার এক মাস আগে থেকেই দিন গুনতে শুরু করতাম, আর পূজার দিনগুলোতে কী কী করব তা নিয়ে ভাবতাম। কোন পোশাক পরব, কোন কোন জায়গায় ঘুরতে যাব—এগুলো আগেই ঠিক করা থাকত। তবে সবচেয়ে বেশি ভালো লাগত মায়ের হাতের সেই নাড়ু।এখন তো মা নেই। পূজাটাও এখন অনেক বেশি ম্লান হয়ে গেছে আমার কাছে। সত্যি বলতে কি, সেই আনন্দটাও এখন আর লাগে না। মায়ের সঙ্গে সঙ্গে সব আনন্দ কোথায় যেন হারিয়ে গেছে, রেখে গেছে শুধু স্মৃতি।আজও বছর ঘুরে পূজা আসে। কিন্তু, সেই ছেলেবেলার পূজা ফিরে আসে না, আসবার নয়। বড় বেশি মিস করি সেই সব পূজার দিন।

সবাইকে জানাই শারদীয় দুর্গোৎসব আর ঈদের শুভেচ্ছা।

বাংলাদেশ সময়: ১:০৩:৫৪   ৪৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ