ভারতীয় ব্যবসায়ীদের দখলে কুমিল্লার চৌয়ারা গরুর হাট

Home Page » প্রথমপাতা » ভারতীয় ব্যবসায়ীদের দখলে কুমিল্লার চৌয়ারা গরুর হাট
বুধবার, ৯ অক্টোবর ২০১৩



images-1.jpgকুমিল্লা: কুরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ২ নম্বর চৌয়ারা ইউনিয়নের গরু বাজার। এ বাজারটি নিয়ন্ত্রণ করছে ভারতে শতাধিক গরু ব্যবসায়ী। ভারতীয় গরু ব্যবসায়ীদের প্রভাবে দেশি গরু ব্যবসায়ীরা এখন লোকসানের সম্মুখীন। যেখানে বাংলাদেশি নাগরিক ভারতের সীমান্তের কাছাকাছি যাওয়ামাত্রই বিএসএফ গুলি করছে। সেখানে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশের অভ্যন্তরে এসে অবৈধভাবে গরু বেচা-কেনা করাতে স্থানীয় ব্যবসায়ীরা হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেছেন। এমন ঘটনা গত ১০ বছরে বার বার ঘটছে বলে জানান স্থানীয় গরু ব্যবসায়ীরা। এ বিষয়টি নিয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ থাকলেও ভারতীয়দের ভয়ে তাদের বিপক্ষে কেউ মুখ খুলে কিছু বলতে সাহস পায় না। কারণ ভারতীয় এসব ব্যবসায়ীরা অনেক প্রভাবশালী। প্রত্যেক সপ্তাহের শনিবার ও মঙ্গলবার সকাল থেকে সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী বলারডেফা, ধনপুর, কনেশতলা, মুড়াপাড়া, যশপুর ও মথুরাপুর এলাকা দিয়ে শত শত ভারতীয় গরু ব্যবসায়ী ঝাকে ঝাকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করে চৌয়ারা বাজারে এসে ব্যবসা করে রাতে আবার ভারতে ফিরে যায়। তাদের আসা-যাওয়ার সময় সীমান্ত প্রহরায় নিয়োজিত যশপুর ও মথুরাপুর বিওপি’র বিজিবি সদস্যরা রহস্যজনকভাবে চুপ থাকে বলে স্থানীয় সূত্র জানায়। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ অনেকের। সরেজমিনে চৌয়ারা বাজারে গিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে গরু বিক্রি করে বেশ ভালোই লাভবান হচ্ছে তারা। ভারতের বলারডেফা এলাকার গরু ব্যবসায়ী রাজেন্দ্র বাংলানিউজকে জানান, আমরা অনেকেই এখানে আসি গরু, ছাগল ও মহিষ বিক্রি করার জন্য। বাংলাদেশে ঢুকতে আমাদের সমস্যা হয়না। বিজিবি সদস্যরা অনেক ভালো। এ দুই পাড়ের লোকজনের মধ্যে ভালো সর্ম্পক রয়েছে। এখানে কম দামে পশু বিক্রি করলেও আমাদের লাভ হচ্ছে। স্থানীয় এক গরু ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বঙ্গনিউজকে জানান, এখানে খুব বেশি হলে ২০/৩০ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী রয়েছে। ভারতীয়দের দাপটে আমরা অসহায়। তারা বড় ধরণের ব্যবসায়ী। তাদের সঙ্গে সীমান্তে লুকিয়ে থাকা বড় বড় সন্ত্রাসীদের আতাত রয়েছে। তাই তাদের কিছু বলতে সাহস পাই না। বিজিবি ও স্থানীয় প্রভাবশালী লোকজনও তাদের কিছু বলে না বরং তাদের সঙ্গে সবাই ভালো সর্ম্পক রাখে। স্থানীয় সূত্রে কয়েকজন ভারতীয় গরু ব্যবসায়ীর নাম জানা গেছে। তারা হলেন- ভারতের বলারডেফা এলাকার শ্যাম, রাজেন্দ্র, মিজান মিয়া, ভেলু মিয়া, সেকু মিয়া, স্বপন দাস, রাজন, সকন মিয়া, নরেন, অপু বিশ্বাস প্রমুখ। এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলার ২ নম্বর চৌয়ারা ইউনিয়ন চেয়ারম্যান আহসান হাবিব  বঙ্গনিউজকে জানান, এ বাজারটি সিটি কর্পোরেশনের আন্ডারে। আমার এতে কোনো সংশ্লিষ্টতা নেই। বাজারে কোনো ব্যক্তি এসে ব্যবসা করে এ সর্ম্পকে আমি জানিনা। সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আব্দুল হান্নান বঙ্গনিউজকে জানান, এ বিষয়ে আমরা অবহিত নই। সীমান্ত দিয়ে ভারতীয় ব্যবসায়ী আসছে কিনা এটা বিজিবি সদস্যরা দেখবে। যেহেতু তারা সীমান্ত প্রহরায় রয়েছে। কুমিল্লা ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মামুন আল মাহমুদ বঙ্গনিউজকে জানান, আমি এ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

বাংলাদেশ সময়: ২০:২২:০৫   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ