৩ নভেম্বর ফেডারেশন কাপ শুরু

Home Page » খেলা » ৩ নভেম্বর ফেডারেশন কাপ শুরু
বুধবার, ৯ অক্টোবর ২০১৩



bff20131009072614.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ শুরু হচ্ছে বাংলাদেশের ফুটবল মৌসুম-সূচক টুর্নামেন্ট ফেডারেশন কাপ। বুধবার পেশাদার লিগ কমিটির ২৮তম সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই ফুটবল যুদ্ধ। এদিন দেশের ফুটবলারদের দল বদলের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। ঈদ ও পূজার ছুটি থাকায় ২৩ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর শেষ হবে স্থানীয় খেলোয়াড়দের দল বদল। বিদেশি খেলোয়াড়দের দল বদলের সময়সীমা ১৫ নভেম্বর অপরিবর্তিত থাকছে। পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী সভা শেষে জানান, পাঁচটি ভেন্যুতে ফেডারেশন কাপ হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে কমিয়ে আনা হয়েছে। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও কমলাপুরের শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচগুলো হবে।পেশাদার লিগ থেকে ১০টি ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ৭টি দল এই টুর্নামেন্টে অংশ নেবে বলে জানান বাফুফের এই সিনিয়র সহসভাপতি। তবে চ্যাম্পিয়ন্স লিগের সাত দলের মধ্যে একটি দলকে প্লেঅফে খেলে চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে হবে। তিন সপ্তাহর মধ্যে ফেডারেশন কাপ শেষ করে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে পেশাদার লিগ শুরুর চিন্তাভাবনা করছে বাফুফে। এই কমিটির সভায় আরও কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখযোগ্য হলো- ক্লাবে আসার বিদেশি খেলোয়াড়দের জন্য মাল্টিপল ভিসা দিতে অ্যাম্বাসেডরকে চিঠি দিয়ে প্রস্তাব জানাবে বাফুফে। এদিকে চুক্তি করার কথা বলে মোহামেডান ক্লাব থেকে পাঁচজন খেলোয়াড় টাকা নিয়েছিল। কিন্তু তারা পরে অন্য ক্লাবে চলে যাওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে ক্লাব কর্মকর্তারা। এই খেলোয়াড়দের অভিযোগ যাচাই বাছাই করতে প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে নির্দেশ দিয়েছে বাফুফে। এছাড়া রেফারিজ কমিটিতেও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতে প্রস্তাব দিয়েছে ক্লাব কমিটি। বাফুফের নির্বাহী কমিটির সদস্যদের লিগ চলাকালে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টিও শিথিল করার চিন্তা করছে ফুটবলের সর্বোচ্চ এই সংস্থা।

বাংলাদেশ সময়: ১৯:৫৫:০২   ৪০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ