১০০ কোটি টাকার তহবিল পাট ব্যবসায়ীদের জন্য

Home Page » জাতীয় » ১০০ কোটি টাকার তহবিল পাট ব্যবসায়ীদের জন্য
বুধবার, ৯ অক্টোবর ২০১৩



jute.jpg

     বঙ্গ-নিউজ ডটকম:      কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেছেন, পাট খাতের উন্নয়নে, বিশেষ করে কৃষক পর্যায়ে পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ তহবিল চালু করা হচ্ছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে এস কে সুর চৌধুরী এ তহবিল চালুর উদ্দেশ্য তুলে ধরেন।

এ তহবিল গঠন এবং পরিচালনার জন্য অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এস কে সুর চৌধুরী এই কমিটির প্রধান এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান কমিটির সদস্য সচিব।

সুর চৌধুরী বলেন, “অর্থমন্ত্রণালয় এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয় পাট ব্যবসায়ীদের জন্য ২০০ কোটি টাকার এই পুনঃঅর্থায়ন তহবিল গঠনের সুপারিশ করেছিল। সেই প্রেক্ষিতে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটি সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ১০০ কোটি টাকার একটি তহবিল চালুর সিদ্ধান্ত নিয়েছে।”

লাইসেন্সধারী কাঁচা পাট ব্যবসায়ী, আড়ৎদার ও পাট মিল মালিকরা এই তহবিল থেকে ঋণ পাবেন বলে জানান তিনি।

“তহবিল থেকে ঋণ পাওয়ার শর্ত কী হবে, একজন ঋণগ্রহিতা সর্বোচ্চ কতো টাকা ঋণ পাবেন, কতো দিনের মেয়াদে ঋণ দেয়া হবে- এসব বিষয়ে ঈদের পরে সিদ্ধান্ত হবে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ‘ব্যাংক রেটে’ অর্থাৎ ৫ শতাংশ সুদে এই তহবিল দিবে। ব্যাংকগুলো যাতে সহজ শর্তে এবং সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ব্যবসায়ীদের ঋণ দেয় সেজন্য বাংলাদেশ ব্যাংক সুপারিশ করবে।

বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে এস এম মনিরুজ্জামানও উপস্থিত ছিলেন।

বর্তমানে এসএমই, নবায়ণযোগ্য জ্বালানী, কৃষি ও মহিলা উদ্যোক্তাদের ঋণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল চালু রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৩০:২৫   ৩৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ