বিশ্ব নেতারা গান গাইলেন পুতিনের জন্মদিনে !

Home Page » বিশ্ব » বিশ্ব নেতারা গান গাইলেন পুতিনের জন্মদিনে !
মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৩



putin-bg20131007215756.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিনে উচ্ছ্বাসে মাতলেন বিশ্ব নেতারা। আর গিটার বাজিয়ে, গান গেয়ে পুতিনের জন্মদিন উৎসবকে আরও বেশি মাতিয়ে তোলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োদোয়োনো। বিশ্বের অন্যতম পরাশক্তি দেশের প্রেসিডেন্ট বলে পুতিন অতো ঘটা করে জন্মদিন পালন করতে পারেন না বলেই চলে। সোমবারও নিজের ৬১তম জন্মদিনে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের হোটেল সোফিটেল নুসা দুয়ায় এশিয়া-প্রশান্ত মহাসাগরী অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) সম্মেলনের কার্যক্রমে মগ্ন ছিলেন তিনি।
সম্মেলনের বিরতির ফাঁকে পুতিনকে চমকে দিয়ে অ্যাপেক সম্মেলনে যোগ দিতে আসা অন্য বিশ্ব নেতাদের সঙ্গে নিয়ে গলা ছেড়ে গান গেয়ে ওঠেন সুসিলো। সুসিলোর গিটারের ছন্দময় টুংটাং এবং জন্মদিনের গানে চমকে যান পুতিন। তবে  কিছুক্ষণের মধ্যেই তিনিও সুসিলো ও বিশ্ব নেতাদের সঙ্গে গান গেয়ে ওঠেন। এ সময় রাশিয়ার প্রেসিডেন্টের জন্মদিনকে ঘিরে বিশ্ব নেতাদের হাস্যোল্লাসের একটি ছোটখাট আড্ডা জমে ওঠে। বিশ্ব নেতাদের পক্ষ থেকে এমন সারপ্রাইজে ভীষণ উৎফুল্ল হন পুতিনও, বিশেষ করে সুসিলোর মনোমুগ্ধকর গিটার ও গান পরিবেশনায় আপ্লুত হয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানিয়ে পুতিন বলেন, জন্মদিনে এমন উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। এমন উপহারে আমি চমকে গেছি। গান ও হাস্যোল্লাসের পর পুতিনের জন্মদিন উপলক্ষে একটি ছোটখাট কেকও কাটেন বিশ্ব নেতারা।

বাংলাদেশ সময়: ১০:০৪:৪৩   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ