বক্তব্য চুরির অভিযোগের তীর শাহরুখের দিকে!

Home Page » বিনোদন » বক্তব্য চুরির অভিযোগের তীর শাহরুখের দিকে!
সোমবার, ৭ অক্টোবর ২০১৩



1072013011913shahrukh-khan-wallpaper-17.jpg বঙ্গ-নিউজ ডটকমঃ
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দেওয়া একটি বক্তব্যে দারিদ্র্য, বিবাহবিচ্ছেদ, ব্যর্থতাসহ নিজের জীবনের নানা সংগ্রামের কথা তুলে ধরেছিলেন বিশ্বখ্যাত লেখিকা, ‘হ্যারি পটার’খ্যাত জে কে রাওলিং। আর ঠিক এমনই এক বক্তব্য প্রায় হুবহু চুরির অভিযোগে পড়লেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

রাউলিং তার বক্তব্যের একটি অংশে বলেছিলেন, ‘আমার দারিদ্র্যের অভিজ্ঞতাটা মোটেও সুখকর ছিল না। নৈতিক মানোন্নয়নের পথে বড় বাধা হলো দারিদ্র্য। এটি ভয়, মানসিক চাপ এবং কখনো কখনো হতাশার জন্ম দেয়। মানুষকে চরম অবমাননা আর দুর্ভোগের দিকে ঠেলে দেয় দারিদ্র্য।’

এদিকে, গত সেপ্টেম্বরে অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিয়েছিলেন শাহরুখ খান। তিনি তাঁর বক্তব্যে বলেছেন, ‘আমি সবাইকে বলতে চাই, দারিদ্র্যের অভিজ্ঞতা আদৌ সুখকর কোনো বিষয় নয়। এটি নৈতিক মানোন্নয়নের পথে বড় বাধা। এটি ভয়, মানসিক চাপ এবং কখনো কখনো হতাশার জন্ম দেয়। বহুবার আমি আমার মা-বাবাকে চরম দারিদ্র্যের মধ্য দিয়ে যেতে দেখেছি। এটি মানুষকে চরম অবমাননা ও দুর্ভোগের দিকে ঠেলে দেয়।’

রাওলিংয়ের বক্তব্যের সাথে শাহরুখের বক্তব্যের এই অংশে হুবহু মিল খুঁজে পাওয়া যায়। রাওলিংয়ের বক্তব্য চুরির বিষয়টি প্রথম লক্ষ করেন বেঙ্গালুরুর সোশ্যাল মিডিয়া কনসালট্যান্ট অগ্রথা দীনাকরণ। পরে তিনি তাঁর ব্লগে বিষয়টি নিয়ে লেখেন। সম্প্রতি এক খবরে চাঞ্চল্যকর এ তথ্য জানিয়েছে জিনিউজ।

রাওলিং তাঁর বক্তব্যে আরও বলেছিলেন, ‘প্রাপ্তি ও অর্জনের তালিকা তৈরিই জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। এই সত্যটা উপলব্ধি করার ভেতরই সুখ লুকিয়ে থাকে। জীবনে আপনার যোগ্যতা কিংবা জীবনবৃত্তান্ত খুব বেশি জরুরি নয়। সত্যিটা হলো, জীবন অনেক কঠিন, জটিল এবং এর ওপর কারও পুরোপুরি নিয়ন্ত্রণ থাকে না। অভিমান ভুলে জীবনের উত্থান-পতনের সঙ্গে মানিয়ে চলতে পারলেই কেবল আপনি টিকে থাকতে পারবেন।’

রাওলিংয়ের বক্তব্যের এ অংশ প্রতিধ্বনিত হয়েছে শাহরুখের বক্তব্যেও। তিনি বলেছেন, ‘প্রাপ্তি, পূর্ণতা এবং সাফল্য অর্জনই জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। আপনার যোগ্যতা, জীবনবৃত্তান্ত কিংবা কর্মজীবন জরুরি কিছু নয়। আদতে জীবনটা অনেক কঠিন এবং জটিলতায় ভরা। জীবনের গতিপথকে আপনি কখনোই পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই সত্যটাকে বিনয়ের সঙ্গে মেনে নিলে এবং জীবনের ব্যর্থতাকে শ্রদ্ধার চোখে দেখলে সব চড়াই-উতরাই সামলে টিকে থাকতে পারবেন আপনি।’

শাহরুখের বক্তব্যের সাথে রাউলিং এর বক্তব্যের এমন মিল দেখে রীতিমতো হতাশই হয়েছেন তার অনেক ভক্ত, এবং বলিউড ব্যক্তিত্ব। তবে, বক্তব্যটি শাহরুখকে কেও লিখে দিয়ে থাকলে চুরির দায়ভার সম্পূর্ণ তার উপর বর্তায় না বলেও অনেকে মনে করছেন। তবে, এ নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতেই পড়তে হয়েছে বলিউড কিং শাহরুখ খানকে।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:০৮   ৩৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ