চট্টগ্রামের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় বিস্ফোরণে আহত ৫

Home Page » সংবাদ শিরোনাম » চট্টগ্রামের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় বিস্ফোরণে আহত ৫
সোমবার, ৭ অক্টোবর ২০১৩



01.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ হেফাজত নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী পরিচালিত চট্টগ্রামের একটি মাদ্রাসায় বিস্ফোরণে অন্তত পাঁচ জন আহত হয়েছে।সোমবার সকাল ১১টার দিকে নগরীর খুলশী থানার লালখান বাজার এলাকায় জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার চার তলা ছাত্রাবাস ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে এ বিস্ফোরণ হয়। আগুনে ওই কক্ষের সব কিছু পুড়ে গেছে।

ঘটনাস্থল থেকে খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম নেওয়াজ বলেন, মাঝারি আকারের ওই কক্ষে ল্যাপটপ চার্জে দেয়া ছিল বলে মাদ্রাসার লোকজন জানিয়েছে। ওই ল্যাপটপের পাশে একটি স্টোভের চুলা ও ডেক্সটপ কম্পিউটার ছিল।

কম্পিউটারের ইউপিএস বা ল্যাপটপ বিস্ফোরণে এ ঘটনা ঘটতে পারে বলে মাদ্রাসা ছাত্র-শিক্ষকরা দাবি করছেন বলে জানান তিনি।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মকর্তা মোনায়েম বিল্লাহ বলেন,বিস্ফোরণে আহত আবদুল্লাহ, খালেক, জব্বার, করিম ও আমানুল্লাহকে হাপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আবদুল্লাহ বলেন, বিকট শব্দে বিস্ফোরণের পর কক্ষটিতে আগুন লেগে যায়। পরে মাদ্রাসার লোকজন পানি ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, “কেন-কিভাবে বিস্ফোরণ ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে।”

এদিকে বিস্ফোরণের পর মাদ্রাসার বাইরে বাগঘোনা মোড় এলাকায় মিছিল করছে স্থানীয় এলাকাবাসী ও ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা।

‘বোমাবাজদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’ শ্লোগান দেয়া হয় মিছিল থেকে।

হেফাজতে ইসলামীর নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলামের ছেলে মুফতি হারুন ইজাহার বলেন, “ঘটনার সময় আমি মাদ্রাসায় ছিলাম না। তবে শুনেছি কম্পিউটার ইউপিএস বিস্ফোরণে ঘরের বিভিন্ন মালামাল পুড়ে গেছে।”

মুফতি ইজাহার নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটিরও সভাপতি।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:৪২   ৫৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ