বঙ্গ-নিউজ ডটকমঃ ফরিদপুরের আলফাডাঙ্গা বাজার এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার সকাল আটটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। আলফাডাঙ্গা পুলিশ বলছে, আওয়ামী লীগের দুটি গ্রুপ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে এলাকাবাসী জানাচ্ছেন, উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনের বর্তমান সরকারদলীয় সংসদ সদস্য আব্দুর রহমানের পরিবর্তে অন্য কাউকে আগামী জাতীয় নির্বাচনে মনোনয়নের দাবি জানিয়ে আসছিলেন। তাদের দাবির সমর্থনে ও বর্তমান সংসদ সদস্য আব্দুর রহমানের বিপক্ষে সোমবার সকাল ১০টায় আলফাডাঙ্গা বাজার এলাকায় ছয় ইউপি চেয়ারম্যানের উদ্যোগে স্থানীয় আওয়ামী লীগের বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করার কথা ছিল। এ ঝাড়ু মিছিল ঠেকাতেই প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এ বিষয়ে আলফাডাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম শাহরিয়ার বঙ্গনিউজকে জানান, আওয়ামী লীগের দুটি গ্রুপ সমাবেশ ডাকায় আলফাডাঙ্গা বাজার এলাকায় সোমবার সকাল আটটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। উল্লেখ্য, এর আগে ১ জুন রাজধানীর গণভবনে ফরিদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করার সময়ও লিখিতভাবে আব্দুর রহমানকে ফরিদপুর-১ আসনে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে সংসদ সদস্য পদে মনোয়ন না দেওয়ার জন্য লিখিতভাবে আবেদন করা হয়। এ ছাড়া বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভাতেও এ দাবি জানানো হয়। এ সভায় প্রায় সব বক্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেনকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান। আগামী ৯ অক্টোবর দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে ফরিদপুর জেলার তৃণমূল নেতাদের সাক্ষাৎ উপলক্ষে উপজেলার বিলাসী সিনেমা হলে শনিবার সকাল ১১টায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও পিপি অ্যাডভোকেট খসরুজ্জামান দুলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, যুগ্ম সম্পাদক নাসির মো. সেলিম, যুব ও ক্রীড়া সম্পাদক মোশারফ চৌধুরী, মহিলা আওয়ামী লীগের উপজেলা সভাপতি নীলুফা ইয়াসমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম মোল্যা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরুসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সভায় উপজেলা আওয়ামী লীগের লীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বর্তমান এমপি মো. আব্দুর রহমানের বিরুদ্ধে বিতর্কিত কার্যকলাপ ও জনবিচ্ছিন্নতার অভিযোগ তুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে পরিবর্তন করে ফরিদপুর-১ আসনে এম এম মোশাররফ হোসেনকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান তারা।
বাংলাদেশ সময়: ১১:১২:৪৫ ৫০৪ বার পঠিত