টানা ৯দিন ছুটির কবলে হিলি স্থলবন্দর

Home Page » অর্থ ও বানিজ্য » টানা ৯দিন ছুটির কবলে হিলি স্থলবন্দর
সোমবার, ৭ অক্টোবর ২০১৩



images4.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ দুর্গা পূজা এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের ২য় বৃহত্তম হিলি স্থলবন্দর দিয়ে ৯দিন ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে, ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত থাকবে স্বাভাবিক। ১০ অক্টোবর বৃহস্পতিবার থেকে আগামী ১৮ অক্টোবর শুক্রবার পর্যন্ত ৯দিন এ বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব সাহিনুর ইসলাম শাহিন বঙ্গনিউজকে জানান, ভারত অংশের হিলি এক্সপোর্টার ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার মণ্ডল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ বিষয়টি বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে। অপরদিকে, বাংলাহিলি কাষ্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ঈদুল আজহা উপলক্ষে ১৫ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত আমদানি রফতানি বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে, আগামী ১৯ অক্টোবর শনিবার থেকে বন্দরের আমদানি-রফতানি বাণিজ্যসহ সব ধরনের কার্যক্রম যথারিতি শুরু হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা মুদ্দিন বঙ্গনিউজকে জানান, দুর্গা পূজা ও ঈদুল আজহা উপলক্ষে দুই দেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

বাংলাদেশ সময়: ১১:০২:৪৯   ৩৬০ বার পঠিত  




অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ