খালেদার জনসভায় ছাত্রদল-শিবির মারামারি

Home Page » সংবাদ শিরোনাম » খালেদার জনসভায় ছাত্রদল-শিবির মারামারি
শনিবার, ৫ অক্টোবর ২০১৩



sylhet-khaledaziasylhetvisit-3.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ সিলেটে খালেদা জিয়ার জনসভার শুরুতেই মঞ্চের সামনে বসা নিয়ে মারামারি করেছে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।শনিবার দুপুর ১২টায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হওয়া এই জনসভায় দেড়টার দিকে মারামারিতে জড়ায় ছাত্র সংগঠন দুটির কর্মীরা।

প্রায় ১৫ মিনিট পর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী মঞ্চ থেকে মাইকে সবাইকে শান্ত হওয়ার নির্দেশ দিলে পরিস্থিতি শান্ত হয়।

ওই সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তখন জনসভামঞ্চে ছিলেন না। তিনি বেলা ৩টায় ১৮ দলের এই জনসভাস্থলে পৌঁছান।

বেলা ১২টায় সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হকের সভাপতিত্বে কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে জনসভা শুরু হয়।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টির মধ্যে জামায়াতে ইসলামীর বড় মিছিল মঞ্চের সামনের দিকে অবস্থান নেয়। ওই মিছিলের দলটির ছাত্র সংগঠন শিবিরের কর্মীরাও ছিলেন।

বেলা দেড়টার দিকে ছাত্রদলের বিশাল মিছিল এসে মঞ্চের একপাশে অবস্থান নিতে গেলে আগে থেকে সামনের দিক দখল করে রাখা শিবিরকর্মীরা জায়গা ছাড়তে না চাইলে উত্তেজনা সৃষ্টি হয়।

এক পর্যায়ে উভয় পক্ষের কর্মীদের জুতা ছোড়াছুড়ি ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এরপর শিবিরকর্মীরা এক পাশ ছেড়ে দিলে ছাত্রদলের কর্মীরা সেখানে অবস্থান নেয়।

ছাত্রশিবিরের কর্মীরা সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেনে মুক্তি দাবি সম্বলিত বেলুন উড়ায় জনসভায়। মাঠের দুই ধারে কয়েকটি স্থানে যুদ্ধাপরাধের ফাঁসির দণ্ডপ্রাপ্ত গোলাম আজম, দেলওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মো. মুজাহিদ, মো. কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার মুক্তি দাবি সম্বলিত ডিজিটাল ব্যানারও রয়েছে।

জমিয়তে উলামায়ে ইসলামের নেতা-কর্মীরা কালো-সাদা বর্ডারে পতাকা হাতে মিছিল নিয়ে এই সমাবেশে যোগ দেয়।

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া হজরত শাহজালাল ও হজরত শাহ পরানের মাজার জিয়ারত করে জনসভাস্থলে যান।

তিনি সভাস্থলে পৌঁছলে কানায় কানায় ভরা আলিয়া মাদ্রাসা মাঠে মুহুর্মুহু করতালি দিয়ে তাকে স্বাগত জানানো হয়।

জনসভার মঞ্চে বিরোধী দলীয় নেতার সঙ্গে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতারাও রয়েছেন।

এই জনসভায় যোগ দিতে বিএনপি চেয়ারপারসন শুক্রবার গভীর রাতে ঢাকা থেকে সিলেট এসে পৌঁছান। তিনি সার্কিট হাউজে ছিলেন।

ঈদের পর নির্দলীয় সরকারের আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণার আগে খালেদা জিয়া গণসংযোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে জনসভা করছেন। সিলেটের জনসভাটি তারই অংশ।

গত ৮ সেপ্টেম্বর নরসিংদী, ১৫ সেপ্টেম্বর রংপুর, ১৬ সেপ্টেম্বর রাজশাহী ও ২৯ সেপ্টেম্বর খুলনায় জনসভা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:৩৫   ৪০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ