টাঙ্গাইলে সাংবাদিককে মারধর

Home Page » সারাদেশ » টাঙ্গাইলে সাংবাদিককে মারধর
শুক্রবার, ৪ অক্টোবর ২০১৩



বঙ্গ-নিউজ ডটকমঃ ট্রাক শ্রমিকের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে টাঙ্গাইল শহরে এক সাংবাদিকেকে মারধর করেছে দুর্বৃত্তরা।টেক্সটাইল ইনস্টিটিউটের কাছে এ হামলায় আহত কামনাশীষ শেখর টাঙ্গাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং প্রেসক্লাবের সহসভাপতি। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় শেখরের ভাতিজা সুদীপ্ত সাহা সম্পদ ও গাড়িচালক মেরাজুল ইসলামও আহত হন।

মেরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, সকালে তিনি প্রাইভেটকার নিয়ে বাজিতপুর যাচ্ছিলেন। এ সময় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে। এ নিয়ে ট্রাকচালকের সঙ্গে তার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

ঘটনার খবর পেয়ে কামনাশীষ শেখর ঘটনাস্থলে পৌঁছলে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার মোরশেদ আলম জানান, শেখর মাথায় বড় ধরনের আঘাত পেয়েছেন। পিঠে এবং মুখেও আঘাতের চিহ্ন রয়েছে। তবে, এখন আশঙ্কামুক্ত। পুরোপুরি সুস্থ হতে কয়েকদিন লাগবে।

টাঙ্গাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু ওবায়দা জানান, খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছি। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবে প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকরা।

প্রেসক্লাব সভাপতি খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সম্পাদক শামসাদুল আখতার শামীম, জাফর আহমেদ, মহব্বত হোসেন, ইফতেখারুল অনুপম প্রমুখ।

তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সভায় তিনদিনের প্রতিবাদ কর্মসূচি নেয়া হয়। এর মধ্যে রয়েছে প্রতিবাদ সভা, মানববন্ধন, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান।

বাংলাদেশ সময়: ১৮:৫৮:২০   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ