যুক্তরাষ্ট্র পরিচালনার কেন্দ্র কংগ্রেস ভবনের সামনে গোলাগুলি

Home Page » বিশ্ব » যুক্তরাষ্ট্র পরিচালনার কেন্দ্র কংগ্রেস ভবনের সামনে গোলাগুলি
শুক্রবার, ৪ অক্টোবর ২০১৩



capitalhill.jpgবজলু,বঙ্গ নিউজ ডটকমঃ বাইরে গোলাগুলিতে যুক্তরাষ্ট্র পরিচালনার কেন্দ্র কংগ্রেস ভবন বৃহস্পতিবার দুপুরে কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়া হয়।

গোলাগুলিতে এক নারী নিহত হয়েছেন বলে রয়টার্স জানিয়েছে। একজন পুলিশ কর্মকর্তা আহত হওয়ার খবরও দিয়েছে বিবিসিসহ বিভিন্ন সংবাদ মাধ্যম।

এই গোলাগুলির কারণ কী- তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ক্যাপিটল পুলিশের কর্মকর্তা কিম ডাইন সাংবাদিকদের বলেছেন, এটি কোনো সন্ত্রাসী হামলা ছিল না।

গুলির শব্দে রাজধানী ওয়াশিংটনের সুরক্ষিত ক্যাপিটল বিল্ডিংসহ এর আশপাশের ভবনগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কংগ্রেস সদস্যদের যার যার কক্ষে দরজা এঁটে থাকতে বলা হয়।

অর্থ বরাদ্দ নিয়ে বারাক ওবামা সরকারের স্থবিরতার মধ্যে কংগ্রেসে বিতর্ক চলাকালে বেলা আড়াউটার দিকে আকস্মিকভাবে গুলির শব্দ শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

সিএনএনসহ বিভিন্ন টেলিভিশনে সম্প্রচারিত একটি ভিডিওচিত্রে দেখা যায়, ক্যাপিটল ভবন সংলগ্ন হোয়াইট হাউসের কাছে পুলিশের ব্যারিকেডে একটি কালো রঙের গাড়িকে আটকায় কর্তব্যরত পুলিশ সদস্যরা। গাড়িটি পুলিশের একটি গাড়িকে ধাক্কা দিয়ে পালাতে থাকলে তার পিছু নেয় পুলিশের অন্য একটি গাড়ি।

ওই ভিডিওচিত্রে প্রায় ২ কিলোমিটার পর্যন্ত কালো গাড়িটিকে পুলিশের গাড়ির ধাওয়া করতে দেখা যায়।

সঙ্গে সঙ্গে পুলিশ ক্যাপিটাল বিল্ডিংসহ ওই এলাকায় কার্যালয়গুলো বন্ধ করে দেয় বলে বিবিসির খবরে বলা হয়। ঘটনাস্থলে ছুটে আসে এফবিআই কর্মকর্তারাও।

ওই সময় কয়েকদফা গুলির শব্দ পাওয়া যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। প্রত্যক্ষদর্শী একজন বিবিসিকে জানিয়েছে, তিনি ১০ থেকে ১২টি গুলির শব্দ শুনেছেন।

ওই সময় কয়েকজন সিনেটর ভবনের বাইরে ছিলেন। তারা গুলির শব্দ শোনার পাশাপাশি পুলিশকে সিনেট ভবনের সামনে একটি গাড়ি থামাতে দেখেছেন।

সিনেটর বব ক্যাসি নিউ ইয়র্ক টাইমসকে বলেন, “আমি পপ পপ পপ শব্দ শুনলাম, তখনি আমাদের শুয়ে পড়তে বলা হল।”

গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে সিনেট ও প্রতিনিধি পরিষদের সব সদস্যকে ইমেইল পাঠিয়ে সব দরজা-জানালা বন্ধ করে থাকতে বলা হয়।

ওয়াশিংটনের নেভি ইয়ার্ডে গোলাগুলিতে ১২ জন নিহত হওয়ার দুই সপ্তাহ পরই ক্যাপিটল বিল্ডিংয়ের সামনে গুলির এই ঘটনা ঘটল। তবে একে বিচ্ছিন্ন ঘটনা বলেছে পুলিশ।

গুলিতে এক পুলিশ কর্মকর্তার আহত হওয়ার খবর দিয়েছে বিবিসি, রয়টার্স ও স্কাই নিউজ। বলা হয়েছে, ধাওয়া করার সময় আহত হন ওই পুলিশ কর্মকর্তা। তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিতে দেখা যায়।

এক কর্মকর্তাকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, সন্দেহভাজন এক নারী গুলিতে নিহত হয়েছেন। তবে এক নারীকে আটকের তথ্য জানালেও তার অবস্থা কী- তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।

আরো কয়েকজনের আহত হওয়ার খবরও দিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। তবে তাদের পরিচয় জানা যায়নি।

প্রায় আধা ঘণ্টার মতো ক্যাপিটাল বিল্ডিং বন্ধ রাখা হয় বলে বিবিসি জানিয়েছে। ঘটনার বিস্তারিত প্রেসিডেন্ট বারাক ওবামাকে জানানো হয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:২৯:৩৭   ৪২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ