জাবি উপাচার্যের পাশে বহিষ্কৃত বিশ্ববিদ্যালয়টির ছাত্রলীগ নেতাকর্মীরা!

Home Page » শিক্ষাঙ্গন » জাবি উপাচার্যের পাশে বহিষ্কৃত বিশ্ববিদ্যালয়টির ছাত্রলীগ নেতাকর্মীরা!
শুক্রবার, ৪ অক্টোবর ২০১৩



230421_13273277732_435_n1.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ থেকে বহিষ্কৃত কতিপয় নেতাকর্মী। এর আগে জাবি ক্যাম্পাসে বিভিন্ন সময়ে সংঘর্ষের সময় এদের অনেককে অস্ত্র হাতে দেখা যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে তারা উপাচার্যের সঙ্গে দেখা করেন। সাক্ষাৎকারীরা ভিসিকে তাঁর অবস্থানে অটল থাকার পরামর্শ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্যের সঙ্গে রাতে যারা সাক্ষাৎ করেন তাদের মধ্যে আব্দুল মাজেদুল সিমান্ত ও (একাউন্টিং এণ্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ, ৪০তম ব্যাচ) ছিল। এর আগে ছাত্রলীগ থেকে বহিষ্কৃত এই সীমান্ত অস্ত্রসহ আটক হয়েছিল। তার বিরুদ্ধে ক্যাম্পাসে অস্থিতিশীলতার বিস্তর অভিযোগ রয়েছে। নানা অভিযোগে ছাত্রলীগ পরে তাকে বহিষ্কার করে। তার বহিষ্কারাদেশ এখনো বলবৎ রয়েছে।

 

এছাড়াও মধ্যরাতে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎকারীদের মধ্যে রয়েছে, ২০১২-১৩ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষার দিন ভাসানী ও রফিক জব্বার হলের মধ্যেকার সহিংসতায় নেতৃত্ব দেয়া বহিষ্কৃত ছাত্রলীগ কর্মী নুরুন্নবী (মাইক্রোবায়োলজি, ৪০তম ব্যাচ), ছাত্রী লাঞ্ছনার দায়ে ২ বছরের জন্য বহিষ্কৃত তানভীর (দর্শন বিভাগ, ৩৯ তম ব্যাচ), ছাত্র পেটানোর অভিযোগে অভিযুক্ত নোলক, জুয়েল ও ইতিহাস বিভাগের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনসিসি ও রোভার স্কাউট কর্মীদের পেটানোর দায়ে বহিষ্কৃত মহিতোষ রায় টিটো (ইতিহাস ৪০ তম ব্যাচ) ও বশিরুল হক। সাক্ষাতের জন্য উপাচার্য তাদেরকে ধন্যবাদ জানান।

 

ছাত্রলীগ কর্মীরা উপাচার্যের কাছে শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলনের অনুমতি চাইলে উপাচার্য তাদেরকে বলেন, ‘এটা তোমাদের ব্যাপার। আমি কিছু বলব না।

 

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেন, ‘রাতের অন্ধকারে অনেক শিক্ষার্থী সেখানে উপস্থিত হয়েছিল। কারা অস্ত্রধারী কারা বহিষ্কৃত আমার পক্ষে তা দেখা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৪:৩৬:১৮   ৫০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

শিক্ষাঙ্গন’র আরও খবর


মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
এ মাসেই হতে পারে এসএসসি’র ফল প্রকাশ
এইচএসসি বাংলায় সাম্প্রদায়িকতা: ৫ শিক্ষক চিহ্নিত
প্রায় ৪ বছর ভারপ্রাপ্ত থেকে পূর্নাঙ্গ প্রক্টর হলেন জাবির আ.স.ম ফিরোজ-উল-হাসান
কারিগরি বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত !
সারাদেশে ১২ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে রোববার

আর্কাইভ