মোবাইল রাখায় পাথরছুঁড়ে হত্যা!

Home Page » এক্সক্লুসিভ » মোবাইল রাখায় পাথরছুঁড়ে হত্যা!
শুক্রবার, ৪ অক্টোবর ২০১৩



image_66339_0.pngবঙ্গ-নিউজ ডটকমঃ 

আরিফা বিবি, দুই সন্তানের মা। সংসার জীবন ভালোভাবেই কেটে যাচ্ছিল তার। কিন্তু হঠাৎ আরিফার জীবনে নেমে আসে প্রচন্ড ঝড় । মনুষ্যসৃষ্ট কুসস্কারাচ্ছন্ন এই ঝড়ে সবকিছু তছনছ হয়ে যায়। পৃথিবীর মায়া ছেড়ে তাকে চলে যেতে হয় না ফেরার দেশে। দুসন্তানের আকুতিও বাঁচাতে পারেনি তাদের মা আরিফাকে। আরিফার চাচা, চাচাতো ভাইবোন ও পরিবারের অন্য সদস্যরা তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে। কিন্তু এমন নিষ্ঠুর ঘটনা কেন ঘটাল তার আত্মীয়রা? খুন টুন করেনি তো আরিফা?

 

আরিফার অপরাধ খুন, ছিনতাই-রাহাজানি ওসব কিছু নয়। অপরাধ হলো নিজের কাছে একটি মুঠোফোন রেখেছিলেন আরিফা, আর এই মুঠোফোন রাখাই কাল হলো তার জীবনে। তাইতো পাথর নিক্ষেপ করে তাকে হত্যার আদেশ দেন পাকিস্তানের স্থানীয় একটি আদালত। খবর দ্য ইন্ডিপেন্ডেটের

 

ভাবছেন কোন আজব দেশে ঘটল এমন ঘটনা? এজন্য খুব বেশি দূরে যেতে হবেনা আপনাকে। আমাদের মহাদেশের মানচিত্রেই এই বর্বর দেশটির অবস্থান। হ্যাঁ পাঠক আমাদের খুব কাছের দেশ পাকিস্তানে ঘটেছে এই বর্বর ঘটনা। পাকিস্তানে ছোটখাট এমন অনেক কিছুর জন্য মানুষকে কঠিন সাজা ভোগ করতে হয়। স্থানীয় আদালতের নির্দেশে আরিফাকে হত্যার পর তার মুতদেহটিও গ্রহণ করেনি তার পরিবার। এতে নাকি পরিবারের অসম্মান হবে। এজন্যই নিজ গ্রাম থেকে অনেক দূরে সমাহিত করা হয় তাকে।

 

গত ১১ জুলাই আরিফাকে পাথর ছুড়ে হত্যা করা হয়, তবে পাকিস্তানের কোন অঞ্চলে এই ঘটনা ঘটেছে তা প্রকাশ করেনি দ্য ইন্ডিপেনডেন্ট। তবে পাকিস্তানের কোন একটি পার্বত্য এলাকায় এমন ঘটনা ঘটেছে।

 

পাকিস্তানের মানবাধিকার কর্মী নওরিন শামীম  বলেন, ‘এই নিয়মটা করা হয়েছে মূলত নারীদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য। মৃত্যুদন্ড দেয়ার একটি পন্থা হল পাথর নিক্ষেপ। এর মধ্যদিয়ে নারীদের অধিকার ও স্বাধীনতা হরণ করা হচ্ছে।

 

সম্প্রতি এশিয়ান মানবাধিকার কমিশন নারী নির্যাতন বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ‘ পাথর নিক্ষেপ হল সমাজের অন্যতম একটি বর্বরতম কাজ। নারী নির্যাতনে পাকিস্তান ঘৃনিত এই পন্থা অবলম্ববন করছে। নারীকে গণধর্ষণ, খুন ও বোমা ফাটানোর মত একই অপরাধ পাথর নিক্ষেপে হত্যা। তাই অতি দ্রুত এটা বন্ধ করা উচিত।

 

তবে এই সংগঠনটি জাতিসংঘে প্রস্তাব রাখবে যেন বিশ্বব্যাপী বন্ধ হয় এই বর্বরতম কাজটি।

(সংগৃহীত)

বাংলাদেশ সময়: ১৪:২৪:২৯   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ