ইতালির ল্যাম্পেদুসায় জাহাজডুবিতে নিহতের সংখ্যা ৩শ ছাড়াবে

Home Page » বিশ্ব » ইতালির ল্যাম্পেদুসায় জাহাজডুবিতে নিহতের সংখ্যা ৩শ ছাড়াবে
শুক্রবার, ৪ অক্টোবর ২০১৩



italy-220131004003900.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের কাছে যাত্রীবাহী জাহাজ ডুবিতে এখনো ২০০ জনের মতো নিখোঁজ রয়েছে। এ পর্যন্ত ১০৩ জনের মরদেহ ও ১৫০ জনকে উদ্ধ‍ার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে যাবে।
জাহাজডুবির ঘটনায় ইতালিজুড়ে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। দেশটির প্রতিটি স্কুলে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। বৃহস্পতিবার সকালে উপকূল থেকে এক কিলোমিটারের কম দূরত্বে ৫০০ যাত্রীবাহী জাহাজটি ডুবে যায়। জাহাজের অধিকাংশ যাত্রী ছিলেন ইরিত্রিয়া ও সোমালিয়ার অভিবাসী। জাহাজের ক্যাপ্টেনকে আটক করেছে ইতালির পুলিশ। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো বৃহস্পতিবার দিনের শেষে ল্যাম্পেদুসা সফর করেন। তিনি বলেন, ‘এটি শুধু ইতালির নয়, পুরো ইউরোপের বিয়োগাত্মক ঘটনা।’ রোম থেকে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সংবাদদাতা জানান, বছরের এ সময় ভূমধ্যসাগর শান্ত থাকে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে প্রায় প্রতিদিনই অভিবাসীবাহী জাহাজ ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলে ভিড়ায়। সেসব জাহাজ অতিরিক্ত যাত্রী বোঝাই থাকে। আলফানো জানান, জাহাজটি লিবিয়ার মিসরাতা থেকে এসেছিল। বৃহস্পতিবার সকালে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে ল্যাম্পেদুসার কাছে পানি নিচ্ছিল জাহাজটি। ধারণা করা হচ্ছে, দৃষ্টি আকর্ষণের জন্য জাহাজে থাকা কয়েকজন কোনো কিছুতে আগুন জ্বালিয়ে ছিল। কিন্তু আগুন জাহাজে ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়লে জাহাজ ডুবে যাচ্ছে-এমন ভীতি সবার মনে কাজ করে এবং যাত্রীরা সবাই জাহাজের একদিকে জড়ো হলে ডুবে যাওয়া শুরু করে জাহাজটি।

বাংলাদেশ সময়: ১৩:৩২:৫৬   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ