মতিঝিলে জড়ো হচ্ছে হেফাজতকর্মীরা

Home Page » সংবাদ শিরোনাম » মতিঝিলে জড়ো হচ্ছে হেফাজতকর্মীরা
শনিবার, ৬ এপ্রিল ২০১৩



ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মতিঝিল শাপলা চত্বরে জড়ো হতে শুরু করেছে হেফাজতে ইসলামের কর্মীরা।শাহবাগের গণজাগরণ মঞ্চের ব্লগারদের ‘নাস্তিক’ আখ্যায়িত করে তাদের শাস্তির দাবিতে শনিবার সকাল দশটায় সমাবেশ শুরু হওয়ার কথা হেফাজতের।

তবে ভোর থেকেই হরতাল-অবরোধ উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শাপলা চত্বরে হাজির হতে শুরু করে হেফাজতে ইসলামীর কর্মীরা। সকাল সাতটার মধ্যে প্রায় ৩০ হাজার কর্মী শাপলা চত্বরে জড়ো হয়।

‘নাস্তিক’ ব্লগারদের শাস্তির দাবিতে স্লোগান দিচ্ছে তারা। এ দাবিতেই শুক্রবার জুমার নামাজের পর থেকে ঢাকামুখী লংমার্চ এবং শনিবার রাজধানীতে সমাবেশের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম।

এর আগে শুক্রবার মধ্যরাত থেকে মঞ্চ নির্মাণ শুরু করে হেফাজতে ইসলামের কর্মীরা।

মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আসাদুজ্জামান  জানান, মতিঝিলের সমাবেশস্থলে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সমাবেশটি কয়েকটি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করছেন তারা।

সরকারের পক্ষ থেকে সংগঠনটির কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হলেও ঢাকায় আসার পথে বিভিন্ন স্থানে পুলিশি বাধার মুখে পড়ার অভিযোগ করেছে হেফাজত নেতারা। তবে অবরোধ শুরু হওয়ার আগে প্রায় এক লাখ কর্মী ঢাকায় পৌঁছে গেছে বলে তারা জানিয়েছিলেন।

হেফাজত ইসলামে মতিঝিল সমাবেশের সমন্বয়কারী মুফতি মিজানুর রহমান সাঈদ শুক্রবার  বলেন, “বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে তারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছেন।”

রাজধানীর বিভিন্ন মাদ্রাসা, হোটেল, এতিমখানা এবং আত্মীয়-স্বজনদের বাসায় তারা অবস্থান করছেন বলে তিনি জানান।

হেফাজতের কর্মসূচি প্রতিহতের ডাক দিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টার হরতাল পালন করছে। বামপন্থী দলগুলোর এ হরতালে সমর্থন রয়েছে।

এছাড়া গণজাগরণ মঞ্চ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সড়ক, নৌ ও রেলপথ অবরোধ করছে।

লংমার্চ এবং হরতাল-অবরোধের ঘোষণার মধ্যে সহিংসতার আশঙ্কায় শুক্রবার সকাল থেকেই রাজধানীর সঙ্গে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা। ঢাকার বাইরে থেকেও কোনো বাস রাজধানীতে আসেনি।

নাশকতার আশঙ্কায় শুক্রবার সন্ধ্যা থেকে ঢাকাগামী দশটি ট্রেনের যাত্রা বাতিল করে রেলওয়ে কর্তৃ

বাংলাদেশ সময়: ৯:৩৩:০৪   ৪৯৯ বার পঠিত  




সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ