ভুল চিকিত্সার অভিযোগে ল্যাবএইড হাসপাতাল ঘেরাও

Home Page » প্রথমপাতা » ভুল চিকিত্সার অভিযোগে ল্যাবএইড হাসপাতাল ঘেরাও
বুধবার, ২ অক্টোবর ২০১৩



download4.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ

ভুল চিকিত্সার অভিযোগে রাজধানীর ল্যাবএইড হাসপাতাল ঘেরাও করে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।

 

শিক্ষার্থীদের দাবি, চিকিত্সকের ভুলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মোস্তাফিজুর রহমান এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। তারা অভিযুক্ত চিকিত্সকের সনদ বাতিল ও এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করছেন।

 

ভুল চিকিত্সার অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের সংশ্লিষ্ট চিকিত্সক আমজাদ হোসেন। তার দাবি, রোগী ঠিকমতো যোগাযোগ না করায় একটা সমস্যা হয়েছে।

 

মোস্তাফিজুরের সহপাঠীরা জানান, পায়ে টিউমার ধরা পড়লে তাকে ২০১০ সালে চিকিত্সার জন্য ল্যাবএইড হাসপাতালের চিকিত্সক আমজাদ হোসেনের কাছে নিয়ে যাওয়া হয়। পরে তারই তত্ত্বাবধানে মোস্তাফিজের পায়ে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর আর কোনো সমস্যা নেই বলে জানান আমজাদ। কিন্তু ধীরে ধীরে মোস্তাফিজুরের পায়ের অবস্থা খারাপ হতে থাকে। এরপর আবার তাকে আমজাদ হোসেনের কাছে নিয়ে যাওয়া হলে সমস্যা নেই বলে তিনি কিছু ওষুধ লিখে দেন। তার অবস্থা আরও খারাপ হতে থাকলে অন্য চিকিত্সকের কাছে নিয়ে যাওয়া হয়। অন্য চিকিত্সকেরা জানান, মোস্তাফিজুরের সারকোমা ক্যানসার হয়েছে। পরে সহপাঠীদের সহযোগিতায় উন্নত চিকিত্সার জন্য তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিত্সকেরা জানিয়েছেন, মোস্তাফিজুরের সারা শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে। প্রথমেই শনাক্ত করা সম্ভব হলে তার চিকিত্সা করা সম্ভব হতো।

 

সহপাঠীদের দাবি, ল্যাবএইডের চিকিত্সকের ভুল চিকিত্সার কারণেই মোস্তাফিজুর এখন মরণাপন্ন। তাই ল্যাবএইড কর্তৃপক্ষকে অভিযুক্ত চিকিত্সকের সনদ বাতিল এবং এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

 

দাবি আদায়ে গতকাল মঙ্গলবার সকাল থেকেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামনে অনশন করেন শিক্ষার্থীরা। বিকেল পর্যন্ত চলে কর্মসূচি। এরপর বিভাগীয় চেয়ারম্যান গিয়াসউদ্দিন মোল্ল্যা এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিলে তাঁরা অনশন তুলে নেন।

 

এ বিষয়ে ল্যাবএইডের মিডিয়া শাখার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কিছু বলেনি। তবে ল্যাবএইডের পরিচালক মাহবুবুল ইসলাম বলেছেন, রোগী চাইলে তারা তার সার্বিক চিকিত্সা এখনো চালাতে চান।

বাংলাদেশ সময়: ১৭:৩১:১৬   ১৫১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ