‘ঐশীর কারণে মাদক ব্যবসা কমেছে’,বললেন বিচারক

Home Page » প্রথমপাতা » ‘ঐশীর কারণে মাদক ব্যবসা কমেছে’,বললেন বিচারক
বুধবার, ২ অক্টোবর ২০১৩



image_56556_03.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ

ঐশীর কারণে মাদক ব্যবসা কমেছেবলে মন্তব্য করে ঐশীকে ধন্যবাদ জানিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। মঙ্গলবার মহানগর দায়রা জজ ঐশীর জামিন আবেদন নামঞ্জুর করে ওই ঘটনার কারণে মাদক ব্যবসা কমেছে বলে আইনজীবীর মাধ্যমে ঐশীকে ধন্যবাদ জানান।

 

সস্ত্রীক পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান হত্যার এ মামলায় ঐশীর এ জামিন শুনানিকালে বিচারক তার আইনজীবীদের বলেন, ‘ঐশীকে ধন্যবাদ দিবেন। কারণ সে এ ঘটনা ঘটানোর পর মাদক ব্যবসা কমেছে।

 

মঙ্গলবার শুনানি শেষে বিচারক ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক মামলাটি চাঞ্চল্যকর ও তদন্তাধীন বিবেচনায় জামিনের আবেদন নামঞ্জুর করেন। এদিন ওই আদালতে আসামীর আইনজীবী প্রকাশ চন্দ্র বিশ্বাস ও মাহবুবুর রহমান রানা দুপুরে জামিন চেয়ে শুনানি করেন।

 

আদালতে ঐশীর আইনজীবীদের দাবী হচ্ছে, যে সুইসাইড নোট ঐশী লিখেছে সেখানে হত্যার কোন পরিকল্পনার কথা নেই। সে মাদকাসক্ত মানুষ ছিলেন। ওই অবস্থায় তার কাছ থেকে নেওয়া স্বীকারোক্তি মূল্যহীন।

অন্যদিকে প্রসিকিউশন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আমিনুর রহমান বলেন, ‘ঐশী মাদকাসক্ত ছিলেন তা আমরা স্বীকার করি না। সে মা-বাবার অবাধ্য সন্তান ছিলেন। তার ইচ্ছায় বাধা দেওয়ায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

 

উল্লেখ্য, এর আগে ঢাকা সিএমএম গত ৫ সেপ্টেম্বর ঐশীর জামিন নামঞ্জুর করেন। ওইদিন ঐশী আদালতে দেওয়া স্বীকারোক্তিও প্রত্যাহার করেন।

 

উল্লেখ্য গত ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজেদের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এর পর দিন তাদের মেয়ে রমনা থানায় নিজে এসে এই খুনের ঘটনায় আত্মসমর্পণ করেন।

বাংলাদেশ সময়: ০:৫৫:১৬   ৪১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ