সাকা চৌধুরীর রায় ১৭২ পৃষ্ঠা

Home Page » প্রথমপাতা » সাকা চৌধুরীর রায় ১৭২ পৃষ্ঠা
মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৩



saka0.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায়ের ১৭২ পৃষ্ঠার সংক্ষিপ্তসারের প্রথম অংশ পড়ছেন বিচারপতি আনোয়ারুল হক।

মঙ্গলবার সকাল দশটা ৪৩ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি একেএম ফজলে কবীরের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে রায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এ ট্রাইব্যুনালের অপর বিচারপতি জাহাঙ্গীর হোসেন রায়ের দ্বিতীয় অংশ পড়ার পর ট্রাইব্যুনাল প্রধান বিচারপতি ফজলে কবীর সাজা ঘোষণা করবেন।

সকাল ১০টায় একটি প্রিজন ভ্যানে করে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে।

এ সময় এই সংসদ সদস্যের পরনে ছিল সাদা পাঞ্জাবি পায়জামা, চোখে ছিল চশমা।

কিছু সময় ট্রাইব্যুনালের হাজতখানায় রাখার পর ১০টা ৪০ মিনিটে তাকে নিয়ে যাওয়া হয় আদালত কক্ষে। সেখানে স্ত্রী ফারহাত কাদের চৌধুরীর সঙ্গে কিছু সময় কথা বলেন তিনি।

এর পরপরই তিন বিচারক আদালত কক্ষে প্রবেশ করেন।

হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, ধর্মান্তরে বাধ্য করার মতো ২৩টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে।

এই প্রথম বিএনপির কোনো নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার রায় হচ্ছে।

রায়কে ঘিরে সুপ্রিম কোর্ট সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশেপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ট্রাইব্যুনালের প্রধান প্রবেশ পথে দুই সারিতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ। এছাড়া হাই কোর্টে যারাই প্রবেশ করছেন, তাদের জিজ্ঞাবাদ করা হচ্ছে।

পুলিশের রমনা অঞ্চলের উপ কমিশনার মারুফ হাসান তালুকদার বলছেন, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ‘যথেষ্ট’ নিরাপত্তা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৩৫:০৭   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ