তামিম-উইলিয়ামস নৈপুণ্যে জিতল ব্রাদার্স

Home Page » ক্রিকেট » তামিম-উইলিয়ামস নৈপুণ্যে জিতল ব্রাদার্স
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৩



tamim-sm20130930074357.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ তামিম ইকবাল ও শন উইলিয়ামসের অসাধারণ নৈপুণ্যে কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে ৯ উইকেটের জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। সোমবার নারায়নগঞ্জের ফতুল্লায় এই জয়ে পঞ্চম রাউন্ড শেষে ৮ পয়েন্টে শীর্ষে তারা। সমান পয়েন্টে দ্বিতীয় স্থানে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি: ১৪৮/১০ (৩২.১/৩৪ ওভার)
ব্রাদার্স ইউনিয়ন: ১৫৪/১ (২২.৩/৩৪ ওভার)
ফল: ব্রাদার্স ইউনিয়ন ৯ উইকেটে জয়ী

বৃষ্টি ভেজা উইকেটে টস জিতে ফিল্ডিং নেন ব্রাদার্স অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট করতে নেমে কলাবাগানের উদ্বোধনী জুটিতে ৪৭ রান যোগ করেন মিজানুর রহমান ও ভুসি সিবান্দা। দলীয় ১৩তম ওভার পর্যন্ত সব ঠিকঠাক ছিল। এরপর থেকেই উইলিয়ামসের ঘূর্ণিতে বেহাল দশার মুখোমুখি কলবাগানের ব্যাটসম্যানরা। দলীয় ৯৮ রানে সাত উইকেট হারায় তারা, যার সবকটিই দখলে নেন জিম্বাবুয়ের এই বাঁহাতি স্পিনার।

হ্যামিল্টন মাসাকাদজা ২৪ বলে ৩৯ রানের সেরা ইনিংস খেলেন কলাবাগানের পক্ষে। এছাড়া শরিফউল্লাহ (৩০), সিবান্দা (২৫), মিজানুর (২০) ও দেওয়ান সাব্বির (২০) দুই অঙ্কের ঘরে রান করেন।

উইলিয়ামস সাত ওভারে ২৫ রান দিয়ে দুটি মেডেনসহ সাতটি উইকেট নেন। লিস্ট এ’র এটিই ক্যারিয়ার সেরা ইনিংস জিম্বাবুইয়ান স্পিনারের। দুটি নেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও একটি তারেক আজিজ।

লক্ষ্যে নেমে দলীয় ২৫ রানে এক উইকেট হারালে দুই সহোদর তামিম ইকবাল ও নাফিস ইকবাল অবিচ্ছিন্ন ১২৯ রানের জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেন। তামিম ৬৫ বলে ছয় চার ও সাত ছয়ে ৯৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। আর ৩৬ রানে অপর প্রান্তে টিকে ছিলেন নাফিস।

বাংলাদেশ সময়: ২১:৪১:১৯   ৪৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ