বিশ্বজিৎ হত্যার ভিডিও দেখানো হবে মঙ্গলবার

Home Page » আজকের সকল পত্রিকা » বিশ্বজিৎ হত্যার ভিডিও দেখানো হবে মঙ্গলবার
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৩



বঙ্গ-নিউজ ডটকমঃ bishawjit-20130930081047.jpgপুরান ঢাকায় ভিক্টোরিয়া পার্কের কাছে দর্জি দোকানি বিশ্বজিৎ দাশকে কোপানোর ভিডিও মঙ্গলবার বিচারককে দেখানো হবে।মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর তাজুল ইসলাম তার জবানবন্দি শেষে এ ভিডিও বিচারককে দেখাবেন।

সংশ্লিষ্ট আদালতের বিশেষ পিপি এসএম রফিকুল ইসলাম বঙ্গ-নিউজকে জানিয়েছেন, গত বৃহস্পতিবার ট্রাইব্যুনালকে ভিডিওটি দেখার জন্য ল্যাপটপসহ প্রয়োজনীয় সরঞ্জাম আদালতে প্রস্তুত ছিল। কিন্তু সময়ের অভাবে তা দেখানো যায়নি। মঙ্গলবার এ ভিডিও আসামিদের আইনজীবী ও আসামিদের উপস্থিতিতে ট্রাইব্যুনালকে দেখানো হবে।

এজন্য পিপি’র চেম্বারে ভিডিও প্রদর্শনের মহড়াও চলেছে। তদন্ত কর্মকর্তা তাজুল ইসলাম প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সোমবার বিকালে পিপি’র চেম্বারে হাজির হন ও তাকে ভিডিও দেখান।

মামলার প্রথম তদন্ত কর্মকর্তা মাহবুবও এ সময় আদালতে হাজির থাকবেন।

এর আগে বিশ্বজিৎকে কোপানোর সময় ঘটনাস্থলে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় ধারণকৃত ভিডিও সিডি আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।

তাজুল ইসলাম এ মামলার ৩২তম সাক্ষী।

গত ৫ মার্চ বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ২ মাস ২৪ দিন পর ২১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে ডিবি পুলিশ।

অভিযুক্তদের মধ্যে ৮ জন জেলহাজতে আছেন। পলাতক আছেন ১৩ জন।

চার্জশিটভুক্ত ২১ আসামি হলেন, ছাত্রলীগ ক্যাডার রফিকুল ইসলাম শাকিল (চাপাতি শাকিল), মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জিএম রাশেদুজ্জামান শাওন, এইচ এম কিবরিয়া, কাইউম মিয়া টিপু, সাইফুল ইসলাম, রাজন তালুকদার, খন্দকার মো. ইউনুস আলী, তারিক বিন জোহর তমাল, গোলাম মোস্তফা, আলাউদ্দিন, ওবায়দুর কাদের তাহসিন, ইমরান হোসেন ইমরান, আজিজুর রহমান আজিজ, মীর মো. নূরে আলম লিমন, আল-আমিন শেখ, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, কামরুল হাসান ও মোশারফ হোসেন।

জেলহাজতে থাকা ৮ জনের মধ্যে শাকিল, নাহিদ, এমদাদ ও শাওন আদালতে স্বীকারোক্তি করেছেন।

গত ৯ ডিসেম্বর অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্মমভাবে নিহত হন নিরীহ দর্জি বিশ্বজিৎ দাশ।

ওইদিন রাত্রেই অজ্ঞাতনামা ২৫ জন আসামির বিরুদ্ধে সুত্রাপুর থানায় মামলা দায়ের করেন সংশ্লিষ্ট থানার এসআই জালাল আহমেদ।

বাংলাদেশ সময়: ২১:৩১:৩৮   ৪৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ