যেখানে বাধা সেখানেই অবস্থান: হেফাজত

Home Page » সংবাদ শিরোনাম » যেখানে বাধা সেখানেই অবস্থান: হেফাজত
শুক্রবার, ৫ এপ্রিল ২০১৩



11_hifazat-e-islami_040413.jpgলংমার্চে যেখানে ‘বাধা’ আসবে সেখানেই অবস্থান নিয়ে দবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।শুক্রবার বিকেলে রাজধানীর লালবাগে জামিয়া আরাবিয়া মাদ্রাসায় েফজতের মহানগর কার্যালয়ে এ ঘোষণা দেন সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবু নগরি।

তিনি অভিযোগ করেন, সরকার শাহবাগের ‘নাস্তিক্যবাদীদের’ পক্ষ নিয়ে দ্বিমুখী আচরণ করছে।

“আমরা আশা করেছিলাম সরকার আমাদের শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচিতে সহযোগিতা করবে। কিন্তু আমরা দেখছি, এর উল্টোটা ঘটেছে।”

সরকার বাধা দিয়ে ‘মুনাফেকি’ আচরণ করছে বলেও অভিযোগ করেন এই হেফাজত নেতা।

কথিত ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তিসহ ছয় দফা দাবিতে লংমার্চ করে ঢাকায় এসে শনিবার মতিঝিলে সমাবেশ করার কথা রয়েছে চট্টগ্রামভিত্তিক হেফাজতের, যাদের বিরুদ্ধে জামায়াত ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে।

হেফাজতের কর্মসূচি প্রতিহতের ডাক দিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে। বামপন্থী দলগুলো এ হরতালে সমর্থন দিয়েছে।

এছাড়া গণজাগরণ মঞ্চ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে।

হেফজতের নায়েবে আমির নূর হোসেন কাশেমী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ‘সরকারের ইঙ্গিতেই’ এ হরতাল ডাকা হয়েছে।

তিনি দেশের ‘তৌহিদী জনতাকে’ সকাল ১০টায় মতিঝিলের সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানান এবং শনিবারের হরতাল প্রত্যাহারের দাবি জানান।

“আমরা বলব, আপনারা হরতাল প্রত্যাহার করুন। তা না হলে আমরা আরো কঠোর কর্মসুচি দিতে বাধ্য হব।”

লংমার্চের জন্য গাড়ি দিতে পরিবহন মালিকদের কাছে দাবি জানান মহাসচিব জুনায়েদ বাবু নগরি।

তিনি হুমকি দেন, হেফাজতের এই কর্মসূচিতে যারা গাড়ি দেবেন না, ভবিষ্যতে তাদের গাড়ি আর সড়কে চলতে দেয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৯:১৭:০০   ৬০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ