নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ৫০ ছাত্র

Home Page » বিশ্ব » নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ৫০ ছাত্র
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৩



nigeria-bg-220130929054329.jpgবঙ্গ-নিউজ ডটকম :  নাইজেরিয়ায় একটি কলেজে বন্দুকধারীদের গুলিতে প্রায় ৫০ জনের মতো ছাত্রছাত্রী নিহত হয়েছে। এ হামলার জন্য ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারামকে সন্দেহ করা হচ্ছে। কেননা এর আগেও তারা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের হামলা চালিয়েছিল। দেশটির উত্তরপূর্বে ইয়োব প্রদেশে প্রত্যন্ত গুজবা শহরে কলেজ অব অ্যাগ্রিকালচারে এ ঘটনা ঘটে। হামলায় হতাহতের প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি। তবে এ সংখ্যা শতাধিকও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কলেজটির প্রভোস্ট মলিমা ইদি মাটো সংবাদ সংস্থা এপিকে হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি এপিকে বলেন, ‘রোববার রাত ১টায় ছাত্রদের ঘুমের মধ্যে হামলা চালানো হয়। হামলার ফলে ১ হাজার ছাত্রছাত্রী কলেজ ছেড়ে পালিয়ে গেছে।’ নিরাপত্তা বাহিনী উদ্ধার তৎপরতা শুরু করেছে বলেও জানান তিনি। প্রদেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লাজারাস এলি সংবাদ সংস্থা এফপিকে জানান, গুলিবর্ষণের পর বন্দুকধারীরা শ্রেণি কক্ষগুলোতে আগুন ধরিয়ে দেয়।বোকো হারামের পরপর হামলার জন্য নাইজেরিয়া উত্তরপূর্বাঞ্চল এমনিতেই শঙ্কায় রয়েছে। সংগঠনটি এ অঞ্চলকে ইসলামি প্রদেশে রূপান্তরিত করতে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। বিভিন্ন সময় তাদের হামলায় কয়েক’শ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তারা এর আগেও বেশকয়েকটি স্কুলে হামলা চালিয়েছে। যেসব স্কুল পাশ্চত্য শিক্ষা ব্যবস্থায় পরিচালিত হয় বোকো হারাম সেসব স্কুলেই হামলা চালায়।

বাংলাদেশ সময়: ২০:০৯:৪২   ৪০২ বার পঠিত  




বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ