প্রধানমন্ত্রী জাতিকে অপমান করেছেন: বিএনপি

Home Page » প্রথমপাতা » প্রধানমন্ত্রী জাতিকে অপমান করেছেন: বিএনপি
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৩



bnp.gifবঙ্গ-নিউজ ডটকম:প্রধানমন্ত্রী জাতিসংঘে বিএনপিকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে অভিযোগ করেছে বিএনপি। আজ সকালে রাজধানী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, বিরোধী দলের প্রতি বিদ্বেষ ও প্রতিহিংসা পূরণে দেশ-কাল-পাত্র কোন কিছুই প্রধানমন্ত্রী গ্রাহ্য করছেন না। তাই জাতিসংঘে ভাষণে তিনি রাষ্ট্রাচার, শিষ্টাচার, কূটনৈতিক ভদ্রতার সকল সীমাকে অতিক্রম করে দেশের জনগণকেই অপমানিত করেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে রিজভী আহমেদ বলেন, একটি আন্তর্জাতিক ফোরামে বিশ্ব নেতাদের সামনে কি এক অভিনব বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী। দেশে বিরোধী দলের প্রতি নিরন্তর বিষোদগার করেও তার প্রতিহিংসার ক্ষুধা মিটছে না। তাই আন্তর্জাতিক  ফোরামেও এরকম ন্যক্কারজনক কুৎসা অব্যাহত রেখেছেন। গত শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে ভাষণ দানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাধীনতা বিরোধীদের এক সন্ত্রাসী চক্র গড়ে তোলা হয়। দেশের প্রধান বিরোধী দল বিএনপি-জামায়াতের সঙ্গে  কোয়ালিশন করে ক্ষমতায় গিয়েছিল। এই চক্র তাকে বারবার হত্যার চেষ্টা করছে।’ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ নেতা বলেন, যখন ১৯৯৫-৯৬ সালে বর্তমান শাসক দল জামায়াতের সঙ্গে কোয়ালিশন করে বিএনপি’র বিরুদ্ধে ধবংসাত্মক আন্দোলন করে। এরপর ১৯৯৬-২০০১ ক্ষমতায় থাকাকালে যুদ্ধাপরাধীর প্রশ্ন লুকিয়ে রেখেছিলেন কী কৃতজ্ঞতা জানানোর জন্য? স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আত্মীয়তার প্রশ্ন জনগণ যখন তোলে সেটি কেন আপনার বক্তব্যে আসে না।’ তিনি বলেন, বর্তমান শাসনামলে প্রকাশ্য দিবালোকে নাটোর বড়াইগ্রাম উপজেলা  চেয়ারম্যান নুর হোসেন বাবু, দর্জি শ্রমিক বিশ্বজিৎকে কোন সশস্ত্র  সোনার ছেলেরা হত্যা করেছে তারা কোন চক্রের মধ্যে পড়ে ? এটি যদি আপনার বক্তব্যে থাকতো তাহলে জনগণ মনে করতো আপনি যথার্থ বক্তব্য দিয়েছেন। যারা ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ হাজার হাজার বিরোধী দলীয় নেতা-কর্মীকে গুম করেছেন তারা  কোন চক্রের মধ্যে পড়েন? এগুলো আপনার বক্তব্যের মধ্যে থাকলো না কেন তাও দেশবাসী জানতে চায়। সংবাদ সম্মেলনে দলের অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০০:১৬   ৪৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ