বিশ্বকাপে প্রথম বাংলাদেশী,অভিনন্দন

Home Page » খেলা » বিশ্বকাপে প্রথম বাংলাদেশী,অভিনন্দন
শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৩



image_439_80344.jpgবঙ্গ-নিউজ ডটকম:প্রথম বাংলাদেশি গলফার হিসেবে গলফ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলেন সিদ্দিকুর রহমান। এর মাধ্যমে দেশের জন্য অনন্য সম্মান বয়ে আনলেন মেধাবী এই গলফার। এর আগেও প্রথম বাংলাদেশি হিসেবে একাধিক মেজর টুর্নামেন্টে খেলেছেন সিদ্দিকুর রহমান। তার ঝুলিতে আছে এশিয়ান ট্যুরের শিরোপা জেতার রেকর্ডও। গলফার হিসেবে সিদ্দিকের উত্থান অনেকটা গল্পের মতো। একসময় ‘বলবয়’ থেকে ‘ক্যাডি’ পদে পদোন্নতি হয় তার। তখন তিনি খেলোয়াড়দের সাথে থেকে তাদের সরঞ্জাম বহন করার কাজ করার সুযোগ লাভ করেন। এভাবেই গলফের প্রতি তৈরি হায় দুর্নিবার আকর্ষণ। টাকা নেই, তাই বলে গলফ না খেললে কি চলে? লোহার দোকানে গিয়ে লোহার রড দিয়ে গলফ ক্লাবের মতো একটা কিছু তৈরি করে নেন। পড়ালেখার পাশাপাশি ক্যাডি’র দায়িত্ব পালন করেও সিদ্দিক তখন এই আনকোরা ক্লাব (গলফ খেলার ব্যাট) দিয়ে চর্চা করতেন! এরপর ২০০০ সালের দিকে বাংলাদেশের গলফ ফেডারেশনের কর্মকর্তাদের উদ্যোগে দেশে প্রতিযোগিতামূলক গলফে বলবয়-ক্যাডি হয়ে আসা সুবিধাবঞ্চিত গলফারদের প্রতিভা দেখানোর সুযোগ হয়। আর সেই সুযোগে কোচের অধীনে শুরু হয় সিদ্দিকুর রহমানের অনুশীলনও। তখন তার আগ্রহ এবং ধৈর্য্য ছিল অন্যদের চেয়ে ঢের বেশি। একসময় এই আগ্রহ আর ধৈর্য্যের ফলও পেতে শুরু করেন তিনি। সবাইকে অবাক করে দিয়ে তিনি জিতে নেন একে একে ১২টি অপেশাদার গলফ টুর্নামেন্টের শিরোপা! এর মাধ্যমেই ফুটে উঠে গলফে সিদ্দিকের অসাধারণ প্রতিভা। অপেশাদার গলফে তাঁর সাফল্য তাঁকে টেনে নেয় পেশাদার গলফের দিকে এবং ২০০৮ সালে শুরু হয় তার পেশাদার গলফের জগত। যথারীতি সেখানেও সাফল্যের স্বাক্ষর রাখেন সিদ্দিক। ২০০৮ ও ২০০৯ সালে ভারত ও বাংলাদেশ সার্কিটের ৪টি পোশাদার শিরোপা জিতেন সিদ্দিক। এখন পর্যন্ত সিদ্দিকুর রহমান ১২টি অপেশাদার গলফ টুর্নামেন্ট জয় করেছেন। এর মধ্যে বাংলাদেশে জিতেছেন ৫টি, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কায় জিতেছেন ২টি করে, আর একটি জিতেছেন ভারতে। ২০১০ সালে সিদ্দিক প্রথম বাংলাদেশি গলফার হিসেবে সুযোগ পান এশিয়ান ট্যুর-এ অংশ নেয়ার। সে বছর অনেক আনন্দের ঘটনা, সবাই অবাক হন।  প্রথমত ব্রুনাই ওপেন জেতেন সিদ্দিক। সে বছরেই এশীয় গলফারদের র‌্যাঙ্কিংয়ে ৯-তে উঠে আসেন। আর প্রথম বাংলাদেশি হিসেবে এশিয়ান ট্যুর-এ স্থান পাবার পর পরই ১ আগস্ট জয় করেন এশিয়ান ট্যুর-এর শিরোপা। এরই ধারাবাহিকতায় এবার বিশ্বকাপে উন্নীত হলেন সিদ্দিক। সিদ্দিকের জন্য শুভ প্রত্যাশা। উইকিপিডিয়া অবলম্বনে।

বাংলাদেশ সময়: ১১:২৪:৩৭   ৫০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ