যুক্তরাষ্ট্রের জিএসপি স্থগিত ভুল সিদ্ধান্ত: রুশনারা

Home Page » জাতীয় » যুক্তরাষ্ট্রের জিএসপি স্থগিত ভুল সিদ্ধান্ত: রুশনারা
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৩



rushanara_ali_250.jpg বঙ্গ-নিউজ ডটকমঃ রানা প্লাজা ধসে শ্রমিক হতাহতের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা স্থগিতের যে সিদ্ধান্ত নিয়েছে তাতে যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টি ‘খুব হতাশ’ হয়েছে বলে জানিয়েছেন দলটির এমপি রুশনারা আলী।

শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা বলেন, “যুক্তরাষ্ট্রের জিএসপি স্থগিতের সিদ্ধান্ত ভুল বার্তা দেয়। এতে বোঝা যায়, পরিস্থিতির উন্নতির জন্য দায়িত্ব নেয়ার বদলে তারা এ শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।”

বাংলাদেশের পোশাক কারখানার পরিস্থিতি পরিদর্শনে রুশনারাসহ ব্রিটিশ পার্লামেন্টের সব পার্টির ছয় এমপি বর্তমানে বাংলাদেশ সফর করছেন। তারা ব্রিটিশ পার্লামেন্টে এ বিষয়ে প্রতিবেদন দেবেন।

পোশাক খাতকে ‘বাংলাদেশের অর্থনীতির প্রাণ’ হিসেবে অভিহিত করে এর উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন রুশনারা।

পোশাক খাতের উন্নয়নে এগিয়ে আসার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “ধ্বংসাত্মক নয়, আমাদের প্রয়োজন এ খাতের জন্য গঠনমূলক পদক্ষেপ নিশ্চিত করা।”

এ শিল্প থেকে মুখ ফিরিয়ে নেয়াটা ‘ধ্বংসাত্মক ও হতাশাজনক’ হবে বলে মনে করেন তিনি।

শ্রমিকদের কর্ম পরিবেশের উন্নয়নে মালিকদের চাপ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে রুশনারা বলেন, এ বিষয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে চাপ দেবেন তারা।

ব্রিটিশ নাগরিক রেহানা বেগম হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

গত মাসে সিলেটে পরিবারের কাছে বেড়াতে এসে নিহত হন রেহানা।

প্রতিনিধি দলে রুশনারার সঙ্গে ব্রিটিশ এমপি অ্যানি মেইন, নিক ডি বোয়েস, সিমন ড্যানজোক, জোনাথ্যান রেনল্ডস ও শাবানা মাহমুদ রয়েছেন। দেশে ফিরে বাংলাদেশের পোশাক খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে প্রতিবেদন দেবেন তারা।

এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাৎ করে ব্রিটিশ প্রতিনিধি দল।

বুধবার ঢাকা ছাড়ার আগে পোশাক খাত সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের।

বাংলাদেশ সময়: ৭:১৭:৪৯   ৪৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ