“দুই নৌকায় পা দিলে আমও যাবে, ছালাও যাবে

Home Page » এক্সক্লুসিভ » “দুই নৌকায় পা দিলে আমও যাবে, ছালাও যাবে
বুধবার, ৩ এপ্রিল ২০১৩



bnimg-197947-2012-06-28.jpgহেফাজতে ইসলামের দাবির পর ব্লগারদের গ্রেপ্তারের প্রেক্ষাপটে সরকারের সমালোচনায় মুখর হয়েছেন মহাজোটের শরিক দলগুলোর নেতারাও।ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, “দুই নৌকায় পা দিলে আমও যাবে, ছালাও যাবে।”

সরকার ‘দিশাহীন’ অবস্থায় দেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেন তিনি, যাতে সহমত পোষণ করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদও।বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাম্প্রতিক বিষয় নিয়ে এই মন্তব্য করেন মেনন।

মহাজোটের এই সংসদ সদস্যের ভাষায়, “দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা নিজেরাই উদ্বিগ্ন। দেশ আসলে কোন দিকে যাচ্ছে?

“আমরা যুদ্ধাপরাধীদের বিচার করছি। আবার হেফাজতে ইসলামীকেও সমর্থন দিচ্ছি। আমি নিজে আতঙ্কিত।”

“আমরা একবার এদিকে যাচ্ছি, আবার ওদিকে যাচ্ছি।”

তোফায়েল আহমেদ বলেন, “দুই নৌকায় পা দিলে চার দিকই হারাতে হবে।

“লক্ষ্য ঠিক করে আমাদের অগ্রসর হতে হবে। আমরা ‘গোল’ ঠিক করতে পারছি না।”

শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেট নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মতবিনিময়ে তারা এসব কথা বলেন।

এ সময় শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেনন, শিল্প বিষয়ক কমিটির সভাপতি তোফায়েল আহমেদ ছাড়াও আইন ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ফজলে রাব্বী মিয়া, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি আনিসুল হক মাহমুদ, দুর্যোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এ বি এম আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৪:২০   ৬৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ