শান্তি কমিটিতে ছিলেন অনেক মুক্তিযোদ্ধার পিতাই

Home Page » সংবাদ শিরোনাম » শান্তি কমিটিতে ছিলেন অনেক মুক্তিযোদ্ধার পিতাই
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৩



বঙ্গ-নিউজ ডটকমঃ tribunal-international_crime_tribunal-4.jpgমুক্তিযুদ্ধ চলাকালে অনেক মুক্তিযোদ্ধার পিতাই শন্তি কমিটিতে ছিলেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারক ওবায়দুল হাসান বলেন, “স্থানীয় নেতা হওয়ায় অনেক মুক্তিযোদ্ধার পিতাই শন্তি কমিটির সদস্য ছিলেন।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবদুল আলীমের বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলী তুরিন আফরোজকে উদ্দেশ্য করে এ কথা বলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। এ সময় তুরিন আফরোজ আলীমের বিপক্ষে শেষদিনের যুক্তি-তর্ক উপস্থাপন করছিলেন।

তুরিন আফরোজ বলেন, “আবদুল আলীম ছিলেন শান্তি কমিটির নেতা। আর শান্তি কমিটি ছিল পাকিস্তানীদের সহযোগী বাহিনী।”

এ সময় ট্রাইব্যুনাল শান্তি কমিটির একটি তালিকা দেখিয়ে তুরিনকে বলেন, “আমাদের হাতে দেখুন একটি তালিকা আছে। এই তালিকায় অনেক মুক্তিযোদ্ধার পিতাই মুসলীম লীগ করায় বা স্থানীয় নেতা হওয়ার কারণে শান্তি কমিটির সদস্য ছিলেন।”

‘শান্তি কমিটি পাকিস্তানী বাহিনীর সহযোগী বাহিনী ছিল’ বলে তুরিন আফরোজের যুক্তি খন্ডনের চেষ্টা করলে ট্রাইব্যুনাল বলেন, “আমরা এর আগে আরো কয়েকটি মামলার রায়ে উল্লেখ করেছি যে আল-বদর ও রাজাকার ছিল পাকিস্তানীদের সহযোগী বাহিনী। তবে শান্তি কমিটি এ ধরণের বলে আমরা কোন রায়ে উল্লেখ করিনি।”

ট্রাইব্যুনাল বলেন, “অনেক মুক্তিযোদ্ধা আছেন যাদের পিতা ছিলেন শান্তি কমিটির সদস্য, কিন্তু ছেলে তাদের না জানিয়ে মুক্তিযুদ্ধে চলে গেছেন।”

এর আগে আবদুল আলীমের ছেলে সাজ্জাদ বিন আলীম ট্রাইব্যুনালে শান্তি কমিটির একটি তালিকা দাখিল করেন, যাতে আবদুল আলীমের নাম নেই বলে দাবি করা হয়।

১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে চতুর্থ ও শেষ দিনের মতো বুধবার যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর তুরিন আফরোজ।

গত ৪ সেপ্টেম্বর আলীমের ‍বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন প্রসিকিউটর রানা দাসগুপ্ত।

তুরিন যুক্তি উপস্থাপনকালে দৈনিক আযাদসহ আরো বেশ কয়েকটি পত্রিকার প্রতিবেদনের কপি তথ্যপ্রমাণ হিসেবে উপস্থাপন করেন।

বাংলাদেশ সময়: ১৭:০৩:১১   ৪৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ