নির্বাচন নিরপেক্ষ করতে ছাড় দিবে আওয়ামী লীগ : হানিফ

Home Page » জাতীয় » নির্বাচন নিরপেক্ষ করতে ছাড় দিবে আওয়ামী লীগ : হানিফ
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৩



বঙ্গ-নিউজ ডটকমঃ hanif_aowme_league_leader-35.jpgআওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, “আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে যতটা সম্ভব ছাড় দিবে আওয়ামী লীগ।”

বুধবার রাজধানীর কাওরানবাজার টিসিবি ভবনে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, “সংসদ অধিবেশনে প্রস্তাব বা রূপরেখা না দিলে সংসদ শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো। সংসদ অধিবেশন শেষ হওয়ার পর যদি তারা প্রস্তাব দেয় তবুও আলোচনা হতে পারে।”

‘সংসদ বিতর্কের জায়গা’ বিএনপি নেতা এমকে আনোয়ারের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, “এমন একজন প্রবীণ রাজনীতিবিদের কাছে জনগণ এ ধরণের বক্তব্যে আশা করেন। এটা তার অজ্ঞতা ও অদূরদর্শীতা। সংসদেই মূলত গণতন্ত্রের সকল বিষয়ের আলোচনা ও সমাধান হতে পারে।”

তিনি আরো বলেন, “সংলাপ নয় আমরা আলোচনার কথা বলেছি। এজন্য সংসদই উত্তম জায়গা। আগামীকাল সংসদ অধিবেশন বসছে। এই অধিবেশনে বিরোধী যোগদান করে তাদের প্রস্তাব উত্থাপন করতে পারে।”‘শেখ হাসিনার অধীনে এক তরফা নির্বাচনে যাবে না বিএনপি’ বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, “তারা সব সময় হুমকি দিয়ে আসছে। তাদের এই হুমকির যৌক্তিকতা নেই। আমরা সংবিধান অনুযায়ী সব দলের অংশগ্রহণের নির্বাচন করবো। আশা করি বিএনপি এই নির্বাচনে অংশ নেবে।”

‘বিশ্ব নেতাদের জবাবদিহিতার ভয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, “এটা অসত্য ও বিভ্রান্তিমূলক বক্তব্য। জাতীয় নির্বাচন ও দলীয় কাজে ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রী এই অধিবেশনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এখন যাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে।”

বাংলাদেশ সীমান্তে ড্রোন মোতায়েনের বিষয়ে আওয়ামী লীগ সঙ্কিত কী না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, “যেকোন দেশ তার সীমান্ত পর্যবেক্ষণের জন্য যেকোন পদক্ষেপ নিতে পারে। তবে এ বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। চিঠির জবাব আসার পর আমরা এ বিষয়ে মন্তব্য করতে পারবো।”

বাংলাদেশ সময়: ১৬:৪০:১৪   ৪৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ