কাপড়ের দোকানদার সৈয়দ রাসেল !

Home Page » আজকের সকল পত্রিকা » কাপড়ের দোকানদার সৈয়দ রাসেল !
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৩



rasel.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ

বাংলাদেশ ক্রিকেট দলে যখন বাঁ হাতি পেসার চরম অকাল, তখনই জাতীয় দলে ঢুকেন সৈয়দ রাসেল ২০০৫ সালে অভিষেক হওয়ার পর ২০০৭ সাল পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছেন তিনি ওয়ানডেতেও একই বছর অভিষেক হয় তার এরপর ২০১০ সাল পর্যন্ত মোট ৫২ টি ম্যাচে লাল-সবুজ জার্সি পড়েছেন তিনি

জেমি সিডন্স কোচ থাকাকালীন সময়ে হঠাৎ বাদ দেওয়া হয় সৈয়দ রাসেলকে। তারপর আর দলে ডাক পাননি বাংলাদেশ ক্রিকেটেরদুর্লভএই বাঁ হাতি পেসার। দলে তো ডাক পানইনি, পাইপলাইনেও এখন আর নেই তিনি। রাসেলের এখন সময় কাটে নিজের কাপড়ের দোকানে বিক্রি-বাট্টায় ব্যস্ত থেকে! ছয় ফুট উচ্চতার এই পেসারের ভাগ্যলিপি এতোটাই নির্মম

সুইংয়ে অসাধারণ দক্ষ এই পেসার এক সময় ছিলেন দলের অপরিহার্য অংশ। বর্তমানে ফুল টাইম কাপড়ের দোকানদারি করে কাটছে তার সময়। পেস আর সুইংয়ের বদলে রাসেলের জগত এখন কাস্টমার দোকানের কর্মচারীদের মধ্যে সীমিত!

ছয় বছরে ৫২টি ওয়ানডে খেলে মোট ৬১টি উইকেট দখল করেছিলেন রাসেল। রান কম দেওয়া এবং ইনিংসের শুরুতে ব্রেকথ্রো এনে দেওয়ার দারুন ক্ষমতা ছিলো তার। সময়ের অন্য যেকোনো বোলারের চেয়ে এগিয়ে ছিলেন তিনি। শ্রীলঙ্কার সাথে অভিষেক ম্যাচেই ১০ ওভারে ৪২ রান দুটি উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছিলেন রাসেল

বগুড়ায় শ্রীলঙ্কাকে হারানোর ম্যাচে দারুণ পারফর্ম করেছিলেন এই বাঁ হাতি পেসার। ১০ ওভার মাত্র ২৮ রান দিয়ে নিয়েছিলেন দুটি উইকেট। এর মধ্যে দুটি মেডেন ওভারও নিয়েছিলেন তিনি। এরপর ২০০৭ সালের বিশ্বকাপে ভারতকে হারানোর ম্যাচেও দারুণ বোলিং করেছিলেন রাসেল। ওই ম্যাচে ব্যাটিংয়ে তেমন রান করতে পারেনি ভারত। এতে রাসেলের অবদানই ছিলো সবচেয়ে বেশি। ১০ ওভারে ৩১ রান দিয়ে দুটি উইকেট নিয়েছিলেন তিনি। ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারানোর ম্যাচেও রাসেল দারুণ অবদান রেখেছিলেন। ওই ম্যাচে ১০ ওভার ৪১ রান দিয়ে তিনি নিয়েছিলেন দুটি উইকেট

সব মিলিয়ে দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলার মতো সামর্থ্য ছিলো রাসেলের। কিন্তু নিয়তির পরিহাসে সেই তিনি- এখন কাপড়ের দোকানে বসে সময় কাটাচ্ছেন। রাসেলের পরিণতি জাতীয় নির্বাচকদেরও কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছেনা। বাংলাদেশ ক্রিকেটের শুরুর যুগের অনেক প্রতিভার মতো রাসেলকেও হয়তো হারিয়ে যেতে হবে মহাকালের অন্ধকারে

বাংলাদেশ সময়: ১৭:১৭:৩৫   ৬৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ