ফেলানি হত্যার রায়কে নিন্দা জানিয়ে জাঃবিঃ তে মানব বন্ধন

Home Page » আজকের সকল পত্রিকা » ফেলানি হত্যার রায়কে নিন্দা জানিয়ে জাঃবিঃ তে মানব বন্ধন
সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৩



ds1.jpgমোঃ দিদার হোসেন রাব্বী, জাঃবিঃ প্রতিনিধি,

বঙ্গ-নিউজ ডটকমঃ

কিশোরী ফেলানী হত্যার আসামি বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাসের রায় প্রত্যাখ্যান করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অমর একুশের সামনে মানব বন্ধন করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

সোমবার বেলা দেড়টার দিকে ‘সাধারণ শিক্ষার্থী‘ ব্যানারে মানব বন্ধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা।

ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল বলেন, ‘ভারতীয় সরকার তাদের সাম্রাজ্যবাদী আচরণের মাধ্যমে আমাদের মা বোনদের হত্যা করছে। অথচ আমাদের দেশের রাজনীতিবিদরা কোনো প্রতিবাদ জানাচ্ছে না।’

উল্লেখ্য, ২০১১ সালে ৭ জানুয়ারি ভোরে ভারত থেকে সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের কন্সটেবল অমিয় ঘোষের গুলিতে মারা যান কুড়িগ্রামের কিশোরী ফেলানী খাতুন। এরপর দীর্ঘ প্রায় ৮ ঘন্টা কাঁটাতারের বেড়ার সাথেই ঝুলে ছিল ফেলানির মরদেহ। পরবর্তিতে সেই ছবি দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে সারা বিশ্বে সমালোচনার ঝড় ওঠে। এরই প্রেক্ষিতে চলতি বছর ১৩ আগস্ট ভারতের কুচবিহার জেলায় ফেলানী হত্যা মামলার বিচার কাজ শুরু করে ভারত সরকার।  বিএসএফের  আদালতে এই অভিযোগের বিচার কার্যক্রম শুরু হয় এবং গত বৃহস্পতিবার অভিযুক্তঅমিয় ঘোষকে নির্দোষ বলে রায় দেয়া হয়। এরপরেও বাংলাদেশিদের হত্যা করা বন্ধ নেই বিএসএফের, এর শেষ কোথায়? আর কত দিন চলবে এমন মানুষ হত্যা?

এই রায় সীমান্ত হত্যাকাণ্ডকে আরো উৎসাহিত করবে বলে মত দিয়েছেন শিক্ষার্থীরা।

সরকার যেন অবিলম্বে আন্তর্জাতিক আদালতে গিয়ে ফেলানী হত্যার সঠিক রায় আনতে ব্যবস্থা গ্রহন করে, সে জন্য জোর দাবি জানান শিক্ষার্থীরা। একই সাথে এই হত্যাযজ্ঞ বন্ধের সুষ্ঠূ ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮:৩০:৫০   ৪৬২ বার পঠিত  




আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ