শিরোপা নিজের কাছে রাখলেন সেরেনা

Home Page » খেলা » শিরোপা নিজের কাছে রাখলেন সেরেনা
সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৩



d1a5f-alg-serena-williams-exults-jpg.jpgবঙ্গ-নিউজ ডটকম:ফ্লাশিং মিডোজের নাটকীয় ম্যাচে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন জিতলেন সেরেনা উইলিয়ামস। সেরেনা এ নিয়ে পঞ্চমবারের মতো ইউএস ওপেন জিতলেন। ৩১ বছর বয়সী সেরেনা তার শক্তি প্রতিদ্বন্দ্বী আজারেঙ্কাকে হারিয়েছেন ৭-৫ ৬-৭ (৬-৮) ৬-১ সেটে। ইউএস ওপেনের গত আসরেও আজারেঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন সেরেনা। এদিন ফ্লাশিড মিডোজে গত ফাইনালের পুনরাবৃত্তিই যেনো করলেন সেরেনা। এ জয়ের মাধ্যেম ১৭টি গ্রান্ডস্লাম জয়ের রেকর্ড গড়লেন মার্কিন এই টেনিস তারকা। আর একটি শিরোপা জিততে পারলেই সেরেনা পৌঁছে যাবেন মার্টিনা নাভ্রাতিলোভা ও ক্রিস ইভার্টের অনন্য উচ্চতায়। এ দুজনই ১৮টি করে গ্রান্ডস্লাম জিতেছেন। ফাইনালের শুরুতেই লিড নেন সেরেনা। তবে দ্বিতীয় সেটে এসে কিছুটা হোঁচট খেলেও আবার নিজের ছন্দে ঠিকই ফিরে আসেন এই মার্কিন। আগের ১৬ টি বড় শিরোপা জেতার ফাইনালের মতোই দাপট দেখিয়ে ম্যাচটি জিতে নেন সেরেনা। তবে এমন জয়েও প্রতিপক্ষকে সম্মান দিতে ভুলেননি তিনি। ম্যাচ শেষে ভিক্টোরিয়া আজারেঙ্কা বিষয়ে সেরেনা বলেন, “ও একজন সেরা খেলোয়াড় এবং সেই সাথে কঠিন প্রতিপক্ষ। ও লড়াই করে খেলতে ভালোবাসে, আর এ জন্যই অনেকগুলো গ্রান্ডস্লামও জিততে পেরেছে ও।” সেরেনা আরো বলেন, “এ জন্যই ওর বিপক্ষে জেতাটা সহজ ছিলোনা। ম্যাচের শেষ পয়েন্ট পাওয়ার আগে নিশ্চিত ছিলোনা কিছুই।” ২৪ বছর বয়সী আজারেঙ্কা এ বছর দুইবার হারলেন সেরেনার কাছে। ইউএস ওপেনের আগে সিনসিনাটি ওপেনেও সেরেনার কাছে হারতে হয়েছিলো তাকে। তবে টেনিস দর্শকদের বিশ্বাস, একদিন বড় ম্যাচে ঠিকই সেরেনাকে হারাতে সক্ষম হবেন আজারেঙ্কা। হারলেও সেরেনার সাথে সমানতালে লড়াই করেছেন আজারেঙ্কা। এই লড়াই করতে পারাই তাকে প্রেরণা যোগাচ্ছে ভবিষ্যতে আরো ভালো করার। ম্যাচ শেষে আজারেঙ্কা বলেন, “এ পরাজয় অনেক কষ্টের। তবে সেরা খেলোয়াড়ের সাথে ফাইনাল জেতা সহজ বিষয় নয়। নিজের কৃতিত্ব দেখিয়ই জয় পেয়েছে সেরেনা। সে অবিশ্বাস্য ভালো খেলোয়াড়। ভবিষ্যতে তাকে হারাতে চাই।” নারী এককের ফাইনালের পর রোববার বাংলাদেশ সময় রাত দুইটায় অনুষ্ঠিতব হবে পুরুষ এককের ফাইনাল। এতে মুখোমুখি হবেন নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল।

বাংলাদেশ সময়: ১০:০০:৪৯   ১৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ