তুমি আসবে বলে-এ্যাডভোকেট শামীম-উল আলম

Home Page » সাহিত্য » তুমি আসবে বলে-এ্যাডভোকেট শামীম-উল আলম
মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৩



573743_100002537636060_471867111_q.jpgবন্ধু তুমি বলেছিলে আসবে,
অনেক লম্বা সময় দেখিনি তোমায়।
অন্তরের চোখ দিয়ে অনেক কিছু দেখা যায়
কিন্তু সামনে পাওয়ার মাহাত্মই আলাদা।

সকাল গড়িয়ে দুপুর,
সমাগত বিকেলে সন্ধ্যার অপেক্ষা।
সকাল-সন্ধ্যা হরতালে আটকে গেছে-
তোমার আকাঙ্খিত আগমন।

অপেক্ষার যন্ত্রণা বাড়িয়ে দিল টিভির খবর,
‘লাশ পড়েছে তাই, লাগাতার হরতাল’।

ব্যাস্ত সড়কে পুড়ছে গাড়ী
টিয়ার শেল সাউন্ড গ্রেনেড আর
রাবার বুলেটের সাথে মারনাস্ত্রের ঝংকার।
এমনকি ককটেলের মূহুর্মুহু বিস্ফোরণে
রাজপথে লুটিয়ে পড়ছে পুলিশেরাও-
এ এক অবাস্তব জিঘাংসা!

আর নয় অপেক্ষা,
এমন নারকীয় সময়ে
তোমার আগমন কখনই সম্ভব নয়
তাই, পাথর চাপা দিলাম-
আমার মনের আগুন।

বাংলাদেশ সময়: ২০:২২:৫৫   ৪৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ