ক্লার্কের শতকে অজিদের বড় জয়

Home Page » খেলা » ক্লার্কের শতকে অজিদের বড় জয়
সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৩



england-v-australia.jpgবঙ্গ-নিউজ ডটকম:পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি, দ্বিতীয় ম্যাচেই শুরু হলো স্বাগতিক ইংলিশদের সাথে অসিদের ওয়ানডে সিরিজ। ৮৮ রানের জয় থেকে অ্যাশেজ পরাজয়ের বেদনা কিছুটা হলেও ভুলতে চায় অসিরা। ৩১৫ রানের দুর্দান্ত একটি ইনিংস তারই যেনো ইংগিত।ওল্ড ট্রাফোর্ডের ম্যানচেস্টারে সুবিধা ব্যাটসম্যানদের, সেটি জেনেই টস জিতে ফিল্ডিংয়ে যান ইংলিশ ক্যাপ্টেন ইয়ন মরগান। লক্ষ্য ছিলো মাইকেল ক্লার্কের দল যতোই পেটাক, জবাব দেবেন হোম গ্রাউন্ডের বাড়তি সুবিধা নিয়ে। কিন্তু অসি অধিনায়ক মাইকেল ক্লার্কের অনবদ্য সেঞ্চুরিতে গুড়িয়ে যায় ইংলিশদের সে আশা।

অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের কাছে হারের পর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিলো অসিরা। কিন্তু দ্বিতীয়টিতে আবার হার। ফলে ইংল্যান্ডের সাথে তাদের ওয়ানডে সিরিজ এক মরণপণ লড়াই। যেভাবেই হোক অন্তত ওয়ানডে সিরিজটি জিততে চায় ক্লার্কের দল।

খেলার শুরুতেই চমক! ইনিংসের চতুর্থ বলটি মোকাবেলা করতে গিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন শ্যন মার্শ। ফিনের বলে কট বিহাইন্ড। তবে দ্রুতই ধকল সামলে নেয় অস্ট্রেলিয়া, ওয়ান ডাউনে নামা শেন ওয়াটসন ৬০ রানে স্বস্তিকর জুটি গড়েন এ্যারুন ফিঞ্চের সাথে। শেষ পর্যন্ত ৭ উইকেটে ৩১৫ করে অসিরা।

১০২ বলে ১০৫ রানের ইনিংস খেলেন মাইকেল ক্লার্ক। সেঞ্চুরির পথে ১৪ টি চার মারেন তিনি। এছাড়া ৮২ রানের কার্যকর একটি ইনিংস খেলে অধিনায়ককে সমর্থন যোগান জর্জ বেইলি।

ইংল্যান্ডের হয়ে বোলিংয়ে দুটি করে উইকেট নেন স্টিভেন ফিন, বয়েড র‍্যাংকিন ও রবি বোপারা।

এরপর ৩১৬ লক্ষ্যে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। ইনিংসের আট রানের মধ্যেই বিপদে পড়ে তারা। মিচেল জনসনের বলে আউট হন মাইকেল ক্যারবেরি। এরপর নিয়মিত পড়তে থাকে ইংল্যান্ডের উইকেট। ১০৩ রানের মধ্যেই পাঁচ উইকেটের পতন, তারপরও তিনটি হাফ সেঞ্চুরির কল্যাণে ২২৭ পর্যন্ত যায় তারা।

হাফ সেঞ্চুরি করেন কেভিন পিটারসেন, ইয়ন মরগান ও জস বাটলার।

এ জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেলো অসিরা।

বাংলাদেশ সময়: ১:১১:১৯   ৪৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ