জিম্বাবুয়েকে ২২১ রানের ব্যাবধানে হারালো পাকিস্তান

Home Page » খেলা » জিম্বাবুয়েকে ২২১ রানের ব্যাবধানে হারালো পাকিস্তান
শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৩



image_52846_0.jpgবঙ্গ-নিউজ ডটকম:জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্পোর্টস ক্লাব মাঠে ২ ম্যাচ টেস্ট সিরিজের ১ম টেস্টে ২২১ রানের জয় তুলে নিল সফরকারী পাকিস্তান।  যদিও পাকিস্তানের সাথে প্রথম ইংনিসে দারুণ খেলেছিল জিম্বাবুয়ে। কিন্তু দ্বিতীয় ইংনিসে এসে  পাকিস্তানি স্পিনার সাঈদ আজমল ও আব্দুর রেহমানের স্পিন ঘূর্নিতে  ব্যাটিং ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি স্বাগতিক ব্যাটসম্যানরা।

এর আগে পাকিস্তানী ব্যাটসম্যান ইউনুস খানের (২০০*) হার না মানা দ্বিশতকে ৩৪২ রানের লক্ষ্য ছুড়ে দেয় সফরকারী পাকিস্তান। জয়ের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১২০ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইংনিস।

ফুরফুরে মেজাজে শনিবার নতুন দিন শুরু করেছিল স্বাগতিকরা। প্রথম সেশনের শুরু থেকেই উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। এদিন স্কোরবোর্ডে আরও ৬ রান যোগ করতে জুনাইদের শিকার হন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ও ভুসি সিবান্দা। দলীয় ১৯ রানে তিন উইকেট হারালে দ্বিতীয় সেরা জুটি গড়েন ম্যালকম ওয়েলার ও সিকান্দার রাজা। প্রথম ইনিংসে তাদের জুটিতেই লিড নিয়েছিল স্বাগতিকরা। কিন্তু এদিন ব্যর্থ হলেন দুজনেই। মাত্র ৩০ রান যোগ হতে তাদের বিচ্ছিন্ন করেন রেহমান। সিকান্দার আউট হন ২৪ রানে।

ইনিংস সেরা ৩১ রানের জুটি গড়েন এল্টন চিগুম্বুরা ও ওয়েলার। ২৮ রানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসে রেহমানের শিকার চিগুম্বুরা। ১৭ রানে ওয়েলারকেও সাজঘরে পাঠান এই বাঁহাতি স্পিনার। আজমল এক ওভারেই প্রসপার উতসেয়া ও শিঙ্গি মাসাকাদজাকে শূন্য রানে ফেরান। শেষ জুটিটি মাত্র ১৯ রান যোগ করতে পারে। ১৩ রানে তেন্দাই চাতারাকে সাজঘরে ফিরিয়ে স্বাগতিকদের গুটিয়ে দেন আজমল। রেহমান ও আজমল চারটি করে উইকেট দখলে নেন। দুটি পেয়েছেন জুনাইদ। দুই ইনিংসে ২০ উইকেটের ১১টিই পেয়েছেন আজমল।

প্রথম টেস্টে ম্যাচ সেরা হয়েছেন ইউনুস খান। একই মাঠে ১০ থেকে ১৪ই সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল।

বাংলাদেশ সময়: ২১:০০:৪২   ৪১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ