অবসরে যাবেন বিশ্বসেরা জামাইকান স্প্রিন্টার!

Home Page » আজকের সকল পত্রিকা » অবসরে যাবেন বিশ্বসেরা জামাইকান স্প্রিন্টার!
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৩



bolt.jpg ডটকমঃ

অবসর নেয়ার পরিকল্পনা করেছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। তবে এখনই নয়। ২০১৬ সালে রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত অলিম্পিকের পর তিনি অবসরে যাবেন বলে ঠিক করেছেন। বুধবার এক সংবাদ সম্মেলনে এমনটাই ঘোষণা দিয়েছেন বিশ্বসেরা এই জামাইকান স্প্রিন্টার। টাইমস অব ইন্ডিয়া

বোল্ট বলেন, রিও অলিম্পিকে আরো সোনা জিততে চান তিনি। আগামী বছর কমনওয়েলথ গেমসে দুইশ মিটারে সোনা জিতে বিশ্ব রেকর্ড বাগিয়ে নিতে চান তিনি। এব্যাপারে নিজের ওপর শতভাগ বিশ্বাস এই ক্ষেপা মানবের।

২০১৬ সাল। এখনও প্রায় তিনবছর বাকি। কিন্তু এখনই অবসরে যাওয়ার ছক কষেছেন ২৭ বয়সী এই দৌড়বিদ। এমনকি অবসরে যাওয়ার দিনও ঠিক করে ফেলেছেন। ২১ আগস্ট। মজার ব্যাপার হচ্ছে ওই দিনেই জন্ম নিয়েছিলেন বোল্ট। তবে ব্যক্তিগত জীবনে জন্মদিন উদযাপন পাশাপাশি দৌড় থেকে অবসরে যাওয়ার দিনকে চিরস্মরণী করতেই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন।

 

অবসর সম্পর্কে বোল্ট বলেন, ‘আমি যদি বিখ্যাতদের একজন হতে চাই তবে আমাকে আগামী অলিম্পিকে নিজের সেরাটা দেখাতে হবে। কিংবদন্তী হওয়ার জন্য যা কিছু করার তার সবটাই করে দেখাতে হবে। সেখানে যদি আমি নিজেকে সবার উপরে রাখতে পারি, তবে সেটাই হবে আমার অবসরের সবচেয়ে উপযুক্ত সময়।


গত মাসে আরো তিনটি সোনা জিতে বিশ্ব সেরাদের তালিকায় ইতিমধ্যে নিজেকে শীর্ষে নিয়ে গেছেন বোল্ট। তাছাড়া অলিম্পিকের মত বড় আসরে ছয়টি সোনার পদক জয়ের রেকর্ডতো তারই দখলে।

 

যদি আমি মোহাম্মদ আলী এবং পেলেদের মত কিংবদন্তীদের একজন হতে চাই তবে অবসর পর্যন্ত নিয়মিতই আমাকে ভাল নৈপুন্য দেখা হবে।বলছিলেন বোল্ট। শুক্রবার ভ্যান ড্যাম্মি মেমোরিয়ালে এ মৌসুমের শেষ একশ মিটার রেসের জন্য প্রস্তুতিও নিচ্ছেন তিনি।


গত বছর লন্ডন গেমস এবং বেইজিং অলিম্পিককে একশ, দুইশ ও চারশ মিটার রিলেতে সোনা জেতেন তিনি। গত মাসেও মস্কোতে তিনটি সোনার পদক জিতে ২০০৯ সালের পুনরাবৃত্তি ঘটান তিনি। অভিজ্ঞ বোল্ট ভালই জানেন, একটু অসাবধানতা আগামী অলিম্পিকের এই মাঝামাঝি মৌসুমে দারুণ পীড়া দিতে পারে তাকে। কারণ ২০১০ সালের অনাকাঙ্ক্ষিত এক ইনজুরির কারণে পুরো মৌসুম জুড়েই মূল্য দিতে হয়েছিল বোল্টকে।  

অফসেশনে পুরো মৌসুমে ইনজুরির কবলে পড়ায় কিছুই করতে পারেননি তিনি। সঙ্গত কারণে প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে হয়েছিল তাকে। তাই এ মৌসুমে আবারও সে ভুল করতে চান না বিশ্বসেরা এই দৌড়বিদ। ২০১০ সালের মত আগামী বছর তেমন কোনও ইভেন্ট নেই। তারপরও বোল্ট ২০১৪ সালকে নতুন লক্ষ্য বানিয়ে নিজেকে সেভাবে তৈরি করছেন।

 

একশ মিটারে নয় দশমিক ৫৮ সেকেন্ড এবং দুইশ মিটারে ১৯ দশমিক ১৯ সেকেন্ড সময় নিয়ে চারবছর আগে বার্লিন অলিম্পিকে বিশ্বরেকর্ড গড়েছিলেন দ্রুততম এ মানব। কিন্তু আগামীতে ওই রেকর্ডকেও ছাড়িয়ে যেতে চান তিনি। দুইশ মিটার সম্পর্কে বোল্ট বলেন, ‘দৌড়কে আমি খুব ভালভাবেই আয়ত্ত করেছি। আগামী বছরগুলোতে যদি ইনজুরির কবলে না পড়ি তবে এ রেকর্ডগুলো ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়া আমার জন্য অসম্ভব হবে না।

একজন জামাইকান হিসেবে কমনওয়েলথ গেমসেও প্রতিযোগিতা করতে পারেন বোল্ট। আগামী বছর স্কটল্যান্ডে গ্লাসগোতে অনুষ্ঠিত হবে এ ইভেন্ট। আমি কখনও কমনওয়েলথে অংশ নেইনি। তাই সেখানেও আমার সোনা জয়ের সুযোগ আছে।মন্তব্য বোল্টের।

বাংলাদেশ সময়: ২:১৫:১৯   ৪৬৩ বার পঠিত  




আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ