আত্মহত্যা প্রসঙ্গে মম-র সাক্ষাতকারঃ আত্মহত্যার সংবাদটি ষড়যন্ত্রমূলক, তিশা-মীমদের শিক্ষাগত যোগ্যতা কী

Home Page » আজকের সকল পত্রিকা » আত্মহত্যা প্রসঙ্গে মম-র সাক্ষাতকারঃ আত্মহত্যার সংবাদটি ষড়যন্ত্রমূলক, তিশা-মীমদের শিক্ষাগত যোগ্যতা কী
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৩



momo2.jpgবঙ্গ-মিউজ ডটকমঃ

জাকিয়া বারী মম। লাক্স সুন্দরী এই মডেল-অভিনেত্রী নিজের অভিনয় গুণে ছোটপর্দায় খুব ভালো একটি অবস্থান করে নিয়েছেন। তবে গত কয়েকমাস ধরেই সাংসারিক সম্পর্কের টানাপোড়ন, অন্য এক পরিচালকের সঙ্গে প্রেম এবং নাটকে অভিনয় কমানোএসব নিয়ে আলোচনায় রয়েছেন তিনি। সম্প্রতি মিডিয়ার বিভিন্ন জনপ্রিয় তারকার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বেফাঁস কথা বলেও সমালোচিত হয়েছেন। সর্বশেষ গত মঙ্গলবার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। অবশ্য মম আত্মহত্যার সংবাদটিকে পুরোপুরি অস্বীকার করছেন। তবে তার স্বামী ও চিকিত্সক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। জাকিয়া বারী মম এসব বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলেছেন।
আপনি এখন কেমন আছেন?

শারীরিকভাবে আমি ভালো আছি। কিন্তু মিডিয়াতে বিশেষ করে পত্রিকাতে যেসব গুঞ্জন ছড়াচ্ছে তাতে ভালো থাকা সম্ভব নয়। এই মুহূর্তে রাজনৈতিক কোনো ইস্যু নেই তো, তাই তারা আমাকে নিয়ে মেতে উঠেছে।

আপনি আত্মহত্যা করার চেষ্টা করেছেন এবং হাসপাতালে ভর্তিও হয়েছেন। এই বিষয়ে কী বলবেন?

অল্প কয়েকদিন আগে আমার ডেঙ্গু জ্বর হয়েছিল। যাদের ডেঙ্গু জ্বর হয়, তারাই আসলে বুঝতে পারবেন এর যন্ত্রণাটা। যখন আমার ডেঙ্গু হয়, তখন শুটিংয়ের কারণে ঠিকমতো চিকিত্সা করতে পারিনি। চিকিত্সকের কথা অমান্য করেছি। আর অমান্য করাতেই মঙ্গলবার গুরুতর অসুস্থ হয়ে পড়ি। এজন্যই হাসপাতালে তাত্ক্ষণিক ভর্তি হই আমি। আর ডেঙ্গু জ্বরে ভুগে কেউ হাসপাতালে ভর্তি হলে যদি এটা আত্মহত্যা হয় তাহলে আমার আর কিছু বলার নেই। আমার আত্মহত্যার সংবাদটি ষড়যন্ত্রমূলক।

ডেঙ্গুকে আত্মহত্যা বলার কারণ কী হতে পারে?

ওই যে, বললাম। দেশে এখন রাজনৈতিক কোনো ইস্যু নেই তো তাই আমাকে ইস্যু বানানোর চেষ্টা করছে। আর সাংবাদিকরা তো কখনোই মানুষের ভালো কিছু প্রকাশ করে না। কার কোনটা গেল, খারাপ কোন দিকটা আছে সেটা নিয়েই ব্যস্ত থাকে।

আপনার স্বামী এজাজ মুন্না এবং ডাক্তারের ভাষ্য যে, আপনি আত্মহত্যাই করতে চেয়েছিলেন। তারা দুজন আপনাকে মানসিকভাবে দুর্বলও বলছেন। এই প্রসঙ্গে কী বলবেন?

আমার মনে হয় না, তারা এ কথা বলেছেন। যেটা ঘটেনি, সেই কথা তারা কেন বলবেন!

দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে যে, আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্কের টানাপোড়ন চলছে এবং দুজন পৃথকভাবেই থাকছেন। এই প্রসঙ্গে আপনার মতামত জানতে চাইছি।

আমি যে এখন বিশ্রামে আছি, তারই তত্ত্বাবধানে আছি। এর বাইরে এই প্রশ্নের উত্তরে কিছুই বলতে চাই না।

আরও একটি বিষয় মিডিয়াতে দীর্ঘদিন ধরেই বেশ আলোচিত। এনটিভিতে প্রচারিতব্য ভালোবাসার চতুষ্কোণনাটকের পরিচালক শিহাব শাহীনের সঙ্গে আপনার প্রেমের সম্পর্ক চলছে। এই কারণেই আপনাদের সংসারে সম্পর্কের এই অবনতি। এই বিষয়ে কী বলবেন?

শিহাব শহীন আমার বন্ধুর মতো একজন মানুষ। আর তার পরিচালনায় যেহেতু একটি ধারাবাহিক করছি, স্বাভাবিকভাবেই মাসের বেশিরভাগ সময় তার প্রোডাকশনেই থাকতে হয়। এখন একজনের পরিচালনায় বড় কোনো কাজ করলে, তার সঙ্গে দীর্ঘ সময় ব্যয় হলে যদি প্রেম হয়ে গেছে খবর রটে, তাহলে এই প্রসঙ্গে আমার আর কিছু বলার নেই।

এবার ভিন্ন প্রসঙ্গে আসি। আপনার ঈদের নাটক প্রসঙ্গে জানতে চাই।

আমার কাজের বিষয়গুলো পত্রিকার মাধ্যমে কাউকে জানাতে চাই না। যারা দেখার তারা টিভিতেই আমাকে দেখে নেবে। কখনও কোনো পত্রিকার ক্ষমতা নেই কোনো তারকাকে উঠানোর কিংবা কোনো তারকাকে নামানোর। একজন তারকা যদি খ্যাতি অর্জন করে তাহলে সে শুধুই তার কাজের গুণগত মান দিয়ে অর্জন করে।

তিশা, বিদ্যা সিনহা মীম, বিন্দু, অপু বিশ্বাসসহ একাধিক তারকার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আপনি নাকি বেফাঁস মন্তব্য করে বেড়াচ্ছেন। এই প্রসঙ্গে কী বলবেন?

যা সত্যি তাই তো বলব। এই দেশে তো ডেমোক্রেসি নেই। আমি ডেমোক্রেসির কথা বলি। সত্য কথা বলতে হবে। সবার বলতে শেখা উচিত সত্য কথা। আর সত্য কেউ বলে না বলেই দেশের এই অবস্থা। আমি তো কোনোটা মিথ্যে বলিনি। এখনও বলছি, তিশা লেখাপড়া কমপ্লিট করেনি। কোথাকার কোন টেলিকমিউনিকেশনে পড়ত, সেই কত বছর আগে শুনেছি। এখনও শুনছি। আজীবন পড়েই যাচ্ছে। বিন্দু জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছে। এমনি এমনি তো কেউ বহিষ্কৃত হয় না। বিদ্যা সিনহা মীম জাহাঙ্গীরনগরে আমার ডিপার্টমেন্টেই পড়ত। পরপর দুইবার ফেল করায় তাকে বহিষ্কার করা হয়েছে। মীমের পক্ষে বাংলাদেশের কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সম্ভব নয়। শুধু সরকারি কেন, যেকোনো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা সে হারিয়েছে। শুধু তারা নয়, খোঁজ নিলে দেখা যাবে এ দেশের অধিকাংশ শিল্পীরই একই অবস্থা। আপনারা তো সাংবাদিক, এই জিনিসটা খুঁজে বের করার দায়িত্ব তো আপনাদের উপরই।- সৌজন্যে বিনোদন প্রতিদিন 

বাংলাদেশ সময়: ১:৫৭:৩৮   ৫১৩ বার পঠিত  




আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ