শচীন দু’শতম টেস্ট নিয়ে ভাবছেন না

Home Page » খেলা » শচীন দু’শতম টেস্ট নিয়ে ভাবছেন না
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৩



shachin-sm20130904031852.jpgবঙ্গ-নিউজ ডট কম: আরেকটি বিরল অর্জনের সামনে ভারতীয় ব্যাটিং তারকা শচীন টেন্ডুলকার। ভারতীয়দের কাছে ‘ক্রিকেট ঈশ্বর’ খ্যাত এই ব্যাটসম্যান দু’শতম টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন দেশের মাটিতে। তার এই কৃতিত্ব কীভাবে উদযাপন করা হবে সেটা নিয়েই এখন মাতামাতি চলছে সারা ভারতজুড়ে। সবাই উৎসুক থাকলেও এই মাইলফলক নিয়ে একটুও ভাবছেন না শচীন।

অনেকে বলাবলি করছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের হোম সিরিজ খেলে টেস্টকেও বিদায় জানাবেন ১৯৮ ম্যাচ খেলা এই তারকা। এসব নিয়েই এক সাক্ষাতকারে হাজির হলেন শচীন,‘একই সময়ে আমি অনেক কিছু নিয়ে ভাবি না, একটি বিষয় নিয়েই চিন্তা করতে পছন্দ করি। ২৩ বছর ধরে আমি খেলছি, কখনোই এসব মাইলফলক ছোঁয়া নিয়ে ভাবিনি। আমি কোনো কিছুর নিশ্চয়তা দেই না। যখন ওই মাইলফলকে পৌঁছাব তখন আমরা কথা বলব।’

ইতোমধ্যে আন্তর্জাতিক ওয়ানডে ও টি-টোয়েন্টিকে বিদায় জানানো শচীন দু’শতম টেস্ট খেলে বিদায় নেবেন। এমন ভাবনা থেকেই ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট আয়োজনে উঠেপড়ে লেগেছে তার ঘরের মাঠ মুম্বাইর ওয়াঙ্খেরে।

শীর্ষ রান সংগ্রহকারী এই ব্যাটসম্যান লাখো লাখো ভক্তদের কাছে ‘ক্রিকেট ঈশ্বর’ নামে খ্যাতি পেয়েছেন। কিন্তু এতে অস্বস্তি প্রকাশ করলেন শচীন,‘আমি ঈশ্বর নই। আমি শুধুই ক্রিকেটার, সঙ্গে উপরওয়ালার আশীর্বাদ আছে। আমার জীবনে যা পেয়েছি তার জন্য উনাকে শুকরিয়া জানাই। আমরা সবাই ভুল করি। আর আমি যদি কখনোই ভুল না করতাম তবে কখনোই আউট হতাম না। আমি শুধু আমার মতো করে খেলি।’

একটি ম্যাচকে সামনে রেখে কোন ধরনের প্রস্তুতি নেন এমন প্রশ্নে শতকের সেঞ্চুরি গড়া শচীন বললেন,‘আমার ম্যাচের আগে প্রস্তুতি একটু নেই। কিন্তু মানসিক প্রস্তুতিই বেশি প্রয়োজন।’

বাংলাদেশ সময়: ১৬:৪২:৪০   ৩৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ