অর্থাভাবের ফলে বুদ্ধি কমে!

Home Page » এক্সক্লুসিভ » অর্থাভাবের ফলে বুদ্ধি কমে!
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৩



বঙ্গ-নিউজ ডট কম: 016911594_30300.jpgগরিব না বড়লোক– তাতে কী এসে যায়! একদল বিজ্ঞানীর মতে, অর্থাভাবের ফলে নাকি মস্তিষ্কের ক্ষমতা ও আইকিউ কমে যেতে পারে। তবে এর প্রতিকারও বলে দিয়েছেন তারা। মার্কিন ও ভারতীয় বিজ্ঞানীদের একটি দল দুই দেশে পরীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে এসেছেন।

নিউজার্সির এক শপিং মলে প্রায় ৪০০ মানুষকে বেছে নিয়ে চালানো হয় এই পরীক্ষা। গবেষণার জন্য বেছে নেওয়া হয়েছিল তাদেরকেই যাদের বার্ষিক আয় ২০ থেকে ৭০ হাজার ডলার। প্রথমে বলা হয়েছিল, ‘‘ধরুন, আপনার গাড়ি খারাপ হয়ে গেছে। সারাতে খরচ পড়বে নির্দিষ্ট একটা অঙ্ক।” কয়েকজনকে বলা হয়েছিল, মেরামতির খরচ পড়বে ১৫০ ডলার। কারো ক্ষেত্রে অঙ্কটা বাড়িয়ে ১ হাজার ৫০০ ডলার করা হয়েছিল। তারপর তাদের আচরণ ও বুদ্ধিমত্তা পরীক্ষা করতে কিছু কাজ দেওয়া হয়।

কম আয়ের মানুষকে যখন গাড়ি মেরামতির খরচ বেশি বলা হয়েছিল, তখন তারা সেই সব কাজ একেবারেই ভালো করে করতে পারেনি। অথচ অঙ্কটা কম বললেই দেখা গেল, অপেক্ষাকৃত দরিদ্ররাও ধনীদের মতো বুদ্ধির পরিচয় দিচ্ছে।

একই রকম পরীক্ষা চালানো হয়েছিল ভারতের ৪৬৪ জন চাষির ওপরও, এ পরীক্ষা করা হয় দুটি পর্যায়ে। প্রথমবার আখের বাৎসরিক ফলনের ঠিক আগে, যখন তাদের হাতে তেমন অর্থ থাকে না। আরেকবার ফলনের পরে, যখন আখ বিক্রি করে তাদের হাতে কিছু টাকা আসে। তাতেও দেখা গেল যে, পকেটে টাকা থাকায় নিশ্চিন্ত অবস্থায় তারা অনেক বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে।

এই পরীক্ষার ভিত্তিতে বিজ্ঞানীদের বক্তব্য, দারিদ্র্যের কারণে মানুষের আইকিউ ১৩ পয়েন্ট কমে যেতে পারে। এর কারণও স্পষ্ট।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ সেন্ডিল মুলাইনাথন বলেন, “নিজের অভাব মেটাতেই মানুষ তখন এত ব্যস্ত হয়ে পড়েন যে, অন্যান্য বিষয়ের প্রতি মনোযোগ দেওয়াই আর সম্ভব হয় না।”

দরিদ্র অবস্থায় মানুষের মস্তিষ্কের কাজকর্ম বিশ্লেষণ করাই ছিল গবেষকদের মূল উদ্দেশ্য। ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিয়ায়িং জাও বলেন, “দরিদ্র মানুষের পক্ষে প্রায়ই বিচারবুদ্ধি প্রয়োগ করে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। এর ফলে আবার দারিদ্র্যের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।”

এই জ্ঞানের ভিত্তিতে দারিদ্র্যের প্রতিকার কী? বিজ্ঞানীরা বলছেন, দরিদ্র মানুষকে সরাসরি আর্থিক ভাতা দিলে তেমন কাজ হয় না। বরং তাদের দুশ্চিন্তার বিষয়গুলি দূর করতে পারলে ফল পাওয়া যায়। যেমন পরিবারের শিশুদের প্রতিপালনের ব্যবস্থা করা।

বাংলাদেশ সময়: ১৯:৫৪:৫৬   ৪৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ