বৃষ্টি উপেক্ষা করে জনসমুদ্রে জনসভা

Home Page » জাতীয় » বৃষ্টি উপেক্ষা করে জনসমুদ্রে জনসভা
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৩



ramu20130903040158.jpgঙ্গ-নিউজ ডটকম: কক্সবাজার উখিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা শুরুর কিছুক্ষণ পরপরই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি উপেক্ষা করেও হাজারো মানুষের আগমনে জনসমুদ্রে পরিণত হয়েছে জনসভাস্থল। এরআগে বিভিন্ন ধর্ম গ্রন্থ থেকে পাঠের মাধ্যমে মঙ্গলবার দুপুর ২টার দিকে শুরু হয় জনসভার কার্যক্রম। এরপর সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছার কিছুক্ষণ পরই পরই মুষল ধারে বৃষ্টি শুরু হয়। কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই উখিয়া ও কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে উখিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে জমায়েত হতে থাকেন।উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আদিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান হিসেবে বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য শুনতে আসা নানা বয়সের হাজারো মানুষ স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলছেন পুরো এলাকা। এছাড়া সেখানে যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ সিআইপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এবং বর্তমান সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রী উখিয়া হাইস্কুল মাঠে জনসভা স্থলে পৌঁছে বক্তব্য প্রদানের আগে উখিয়ার ৭ টি বৌদ্ধ বিহার সহ ১৬ নতুন ভবন ও উন্নয়ন কাজের উদ্বোধন ঘোষণা করবেন। একই সঙ্গে তিনি ১৮ টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উখিয়া জনসভাস্থল থেকে যেসব প্রকল্প উদ্বোধন করবেন: উখিয়া উপজেলার দীপাংকুর বৌদ্ধ বিহার, প্রজ্ঞামিত্র মহারত্ম সার্বজনীয় বৌদ্ধ বিহার, উত্তর বড় বিল বিহার, জাদি বৌদ্ধবিহার, পাইন্যাশিয়া বৌদ্ধ যুব কল্যান বিহার, রেজুরকুল সদ্ধর্মবিকাশ বৌদ্ধবিহার, শাসন তীর্থ সুদর্শন বৌদ্ধ বিহার, কক্সবাজারের খুরুশকুল-চৌফলদন্ডী সংযোগ সেতু, পেঁচারদ্বীপস্থ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, কক্সবাজারের পরমাণু চিকিৎসা কেন্দ্র, টেকনাফের ফায়ার সার্ভিস স্টেশন, টেকনাফ থানার সার্ভিস ডেলিভারী সেন্টার, চকরিয়ার সাব-রেজিষ্টারী অফিস, কক্সবাজার টেক্সটাইল ইনস্টিটিউট, চিরিংগা খাদ্য গুদাম ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রশিক্ষণ একাডেমী।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৩১   ১৭২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ