প্রধানমন্ত্রী সরকারের ধারাবাহিকতা রক্ষায় আমলাদের সহযোগিতা চাইলেন

Home Page » জাতীয় » প্রধানমন্ত্রী সরকারের ধারাবাহিকতা রক্ষায় আমলাদের সহযোগিতা চাইলেন
সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৩



images-1_917.jpgবঙ্গ-নিউজ ডটকম: সরকারের ধারাবাহিকতা রক্ষায় আমলাদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ২৭ অক্টোবর থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সংসদ বহাল থাকবে। তবে এ সময়ে কোনো অধিবেশন অনুষ্ঠিত হবে না। এছাড়া মন্ত্রিপরিষদ থাকবে এ পরিষদ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে না।
সোমবার বিকালে সচিবালয়ে সচিব সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া, আগামী নির্বাচনে সরকারের ধারাবাহিকতা রক্ষায় আমলাদের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে প্রায় ৪ ঘণ্টাব্যাপী সচিব সভায় তিনি এ আহ্বান জানান। এছাড়া আগামী নির্বাচনে জয়ী হলে সকল ক্ষেত্রে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সচিব সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সরকারের আমলে দর্শনীয় উন্নতির চিত্র তুলে ধরে এটিকে অব্যাহত রাখতে আমলাদের সহযোগিতা কামনা করেন।
সচিব জানান, গণতন্ত্র ও উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া উল্লেখ করে প্রধানমন্ত্রী এ ধারায় আরো জোরদারভাবে সম্পৃক্ত হতে সচিবদের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বলেন, বিগত পৌনে পাঁচ বছরে সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলে সরকারের সফলতা রয়েছে। যেখানে সচিবদেরও অনেক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
একাধিক সচিবের সঙ্গে আলাপকালে জানা যায়, তারা স্থায়ী পে-কমিশন ও মহার্ঘ্যভাতার দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। বেসরকারি সেক্টরের সঙ্গে সরকারি সেক্টরের সামঞ্জস্য রেখে পে কমিশন নির্ধারণের বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তারা।
সচিব সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনার সুযোগ হয় উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব জানান, এখানে যখন প্রধানমন্ত্রী আসেন তখন সরাসরি কথা আদান প্রদান হয়। এখানে কোনো নির্ধারিত আলোচ্যসূচি থাকে না। যেকোনো বিষয়ে আলোচনা হতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ।
পেশাদার আমলাদারিত্বের ক্ষেত্রে এটা খুবই দরকার। একজন সচিবের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থাকে যা সরকারের কাজের গতিকে এগিয়ে নিতে সহায়তা করে।
আজ নিয়ে ষষ্ঠবারের মতো প্রধানমন্ত্রী সচিব সভায় যোগ দেন। সরকারের শেষ সময়ে এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমামসহ ৫৮ জন সচিব উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞার স্বাগত বক্তব্যে শুরু হওয়া এ সভায় আরো ২২ জন সচিব বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২১:২৬:৩৮   ৪৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ