৩৮৭ বাংলাদেশি আটক মালয়েশিয়ায়

Home Page » সংবাদ শিরোনাম » ৩৮৭ বাংলাদেশি আটক মালয়েশিয়ায়
সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৩



mayasia-intro.jpgmayasia-intro.jpgবঙ্গ-নিউজ ডটকমমালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে ৩৮৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা বারনামা।সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি ড. আহম্মেদ জাহিদ হামিদি বলেন, “অভিবাসন বিভাগ দেশব্যাপী প্রথম দিন থেকে রোববার পর্যন্ত প্রায় ৪০টি এলাকায় অভিযান চালিয়ে সর্বমোট ২৪৩৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।”

জাহিদ হামিদি বলেন, “রোববার আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার ৭১৭ জন, মায়ানমারের ৫৫৫ জন, বাংলাদেশের ৩৮৭ জন এবং নেপালের ২২৯ জন অবৈধ অভিবাসী রয়েছেন। এছাড়া ভারত, পাকিস্তান, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, চীন, নাইজেরিয়া ও থাইল্যান্ডের নাগরিকও রয়েছেন।”

শনিবার মধ্যরাত থেকে ধারাবাহিক ওই অভিযান শুরু হয়। এই অভিযান চলতি বছরের শেষ নাগাদ পযর্ন্ত চলবে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় পত্রিকা দ্য স্টার।

প্রায় তিন কোটি জনসংখ্যার মালয়শিয়ায় মোট শ্রমশক্তির ১৬ শতাংশই বিদেশি। দেশের ওপর বাড়তি চাপ কমাতেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই অভিযানে নেমেছে দেশটির সরকার।

মালয়শিয়ার অভিবাসন দপ্তরের উপ-পরিচালক সারাভানা কুমার বলেন, “অভিযানে প্রায় ৪ লাখ অবৈধ অভিবাসীকে ধরে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে।”

এদিকে সংবাদ সংস্থা বারনামা জানায়, মধ্যরাতে তিনটি পৃথক অভিযানে আটক শুরু হয়। বৈধ কাগজ ছাড়া প্রবেশ এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানের অপরাধে তাদেরকে আটক করা হয়েছে।

এর আগে রোববার সকালের দিকে সুঙ্গাই পেতানির ভিন্ন দুটি এলাকায় ‘অপস সেলেরা’ নামে অভিযান চালিয়ে ১০ জন নারীসহ ১৩০ জনকে আটক করে কেদাহ অভিবাসন বিভাগের দল, যাদের মধ্যে ১৬ জন বাংলাদেশি রয়েছে বলে জানায় ওই বিভাগের এনফোর্সমেন্ট শাখার প্রধান নার আজমান ইব্রাহিম।

এছাড়া মেলাকায় অভিযানের সময় একটি বিনোদন কেন্দ্র থেকে ১১ জন চীনা নাগরিককে আটক করা হয়। এসময় অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ায় ওই অভিযানে এক মালয়শিয়ানকেও আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:০২:২৫   ৪৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ