অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘

Home Page » সাহিত্য » অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
শনিবার, ১৯ নভেম্বর ২০২২



 তোমার খোঁজে

তুমি কে, তোমার খোঁজে
সোনালি ধানের মাঠ ঘুরে এলাম
আমার শিশু বেলা নদী পাড়
হাঁটতে হাঁটতে কত যে হেঁটেছি
অন্ধকারের পর অন্ধকারে ঘুরেছি
তোমাকে কি পেলাম?
গাঁয়ের আলপথে
দেখেছি সোনালি ধানের মাতামাতি
কি ভাবে চিক চিক সোনা রোদ ঝরে
কাঁচা রোদে ভিজে সকালের সূর্য্য ওঠে
ক্লান্তি শেষে
আবির ঢেলে সন্ধ্যাকাশে হারায়।
তুমি কই
হে আমার কল্পনার স্বপ্ন সাথী
নতুন এক বনবাগিচায় বসে
গাঁথতে প্রকৃতির কারুকার্যের মালা
তোমাকে চাই
চল না হাত ধরে হারিয়ে যাই।
তোমার খোঁজে পদ্মা গৌরি ঘুরে
কুয়াশায় লিখে দিয়ে নাম ফলক
মেঘ বালিকার পাখায় স্বপ্ন গেঁথে
কে যেন যায় ডেকে।
কোথায় তুমি
চোখ বুজে তোমায় খুঁজি
গ্রহ তারার ভিড়ে।
রং মাখা তুলি হাতে
মনের দরজায়
যদি পারো
মাধুরী মেখে দিয়ে যাও
ওরে।

অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম

বাংলাদেশ সময়: ১৬:৩৭:৩৬   ৪৬৫ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ