জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে

Home Page » জাতীয় » জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২



ইয়ামাল-ইউরোপ পাইপলাইনের পোল্যান্ডের মধ্য দিয়ে যাওয়া অংশটির মালিকানা অধিগ্রহণ করেছে পোল্যান্ড সরকার

বঙ্গ-নিউজ :  নিজেদের ভূখণ্ডে থাকা রুশ গ্যাস কোম্পানি গ্যাজপ্রমের সম্পদ রাষ্ট্রীকরণের ঘোষণা দিয়েছে জার্মানি ও পোল্যান্ড। রাশিয়ার ওপর নির্ভরতা কমাতে ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বার্লিন ও ওয়ারশ থেকে পৃথক ঘোষণায় বলা হয়েছে।

জার্মান সরকার গতকাল গ্যাজপ্রমের স্থানীয় সাবসিডিয়ারি গ্যাজপ্রম জার্মানিয়ার সম্পদ অধিগ্রহণ করে নতুন একটি কোম্পানি গঠনের ঘোষণা দিয়েছে। নতুন কোম্পানির নাম দেওয়া হয়েছে সিকিউরিং এনার্জি ফর ইউরোপ (এসইএফই)। উত্তর-পশ্চিমাঞ্চলীয় রেহডেনে জার্মানির সবচেয়ে বড় গ্যাস স্টোরেজের মালিক এ কোম্পানি।

একইদিন একইরকম পদক্ষেপের ঘোষণা দিয়েছে জার্মানির প্রতিবেশী দেশ পোল্যান্ড। দেশটির উন্নয়ন বিষয়ক মন্ত্রী ভালদেমার বুডা বলেছেন, পোল্যান্ডের গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতের জন্য ইয়ামাল-ইউরোপ গ্যাস পাইপলাইনে গ্যাজপ্রমের মালিকানার অংশ অধিগ্রহণ করা হয়েছে।t

রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহে ব্যবহৃত ইয়ামাল-ইউরোপ পাইপলাইনের যে অংশটি পোল্যান্ডের ভূখণ্ডের মধ্য দিয়ে গেছে, তার মালিক ইউরোপলগ্যাজ। প্রতিষ্ঠানটিতে গ্যাজপ্রমের মালিকানা ৪৮ শতাংশ, বাকি ৫২ শতাংশ শেয়ারের মালিক পোল্যান্ডের জ্বালানি কোম্পানি পিকেএন ওরলেন। গ্যাজপ্রমের অংশ অধিগ্রহণের ঘোষণা দেওয়ায় এখন ইউরোপলগ্যাজের শতভাগ নিয়ন্ত্রণ পোল্যান্ড সরকারের হাতে গেছে।

এর আগে শুক্রবার ইউরোপিয়ান কমিশন গ্যাজপ্রম জার্মানিয়ার ব্যবসা পুনর্গঠনে ২৩৩ মিলিয়ন ডলার মঞ্জুরি ঘোষণা করে। এতে করে কোম্পানিটি জাতীয়করণের পথ সহজ হয় বলে জার্মান কর্মকর্তারা জানান।

advertisement
জার্মানির অর্থনৈতিক বিষয়াদি ও জলবায়ু কর্মসূচি মন্ত্রণালয় জানিয়েছে, এপ্রিল মাসে গ্যাজপ্রমের সম্পদ বাজেয়াপ্তের পর থেকে কোম্পানিটির নিয়ন্ত্রণ কার্যতঃ সরকারের হাতে ছিল। তবে মালিকানা নিয়ে অস্পষ্টতার কারণে অনেকে গ্যাজপ্রম জার্মানিয়ার সঙ্গে চুক্তি ও লেনদেনে দ্বিধাগ্রস্ত ছিলেন। রাষ্ট্রীকরণ ও নতুন কোম্পানি গঠনের ফলে সে অস্পষ্টতা কেটে গেছে। এখন থেকে আগ্রহীরা এসইএফইর সঙ্গে কার্যক্রম শুরু করতে পারেন। গ্যাজপ্রম জার্মানিয়া যেহেতু জার্মান সরকারের সম্পত্তি, তাই এখানে রাশিয়ার গ্যাজপ্রমের শেয়ার বিলুপ্ত হয়েছে।

জার্মানির মতো পোল্যান্ডও এপ্রিল মাসে গ্যাজপ্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এবার একই দিনে গ্যাজপ্রমের সম্পদ রাষ্ট্রীকরণের ঘোষণা দিয়ে পোল্যান্ডের উন্নয়ন মন্ত্রী বুডা বলেছেন, রাশিয়ার আগ্রাসন মোকাবেলা এবং রাশিয়ার পুঁজি ও প্রভাব নির্মুলে আমরা সম্ভব সবরকম পদক্ষেপ নিচ্ছি। যেহেতু পোল্যান্ডের সংবিধান অনুযায়ী বাজেয়াপ্ত করা সম্ভব নয়, তাই আমরা বাধ্যতামূলক ব্যবস্থাপনার নীতি অনুসরণ করেছি।

বাংলাদেশ সময়: ২০:০১:১৭   ২৭০ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ